দিনাজপুরের বিরামপুরে এবার নিলামের মাধ্যমে স্থানীয় ফুটবলার কেনাবেচা হয়েছে। গত মঙ্গলবার বিকেলে উপজেলার সীমান্তবর্তী কাটলা উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবলার কিনতে নিলামের আয়োজন করা হয়। এ সময় আমন্ত্রিত অতিথিদের সামনে মাইকে ঘোষণা করা হয় নিলামে ওঠা ফুটবলারদের নাম। মালিকপক্ষ থেকে খেলোয়াড়ের দাম হাঁকা হয়।
বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে নিয়মিত ফুটবল খেলেন—এমন ৬০ জন খেলোয়াড়কে নিয়ে এই নিলামের আয়োজন করা হয়। আগামী সপ্তাহে কাটলা ফুটবল প্রিমিয়ার লিগ ২০২৪ (কেপিএল) শুরু হবে। ওই টুর্নামেন্টে বাছাই করা ফুটবলাররা অংশ নেবেন।
সীমান্ত এলাকায় বসবাসরত এবং জেলা ও জেলার বাইরে বিভিন্ন ফুটবল টুর্নামেন্টে অংশ নেওয়া সেরা খেলোয়াড়দের নিয়ে চারটি দল গঠন করা হবে। সেরা ফুটবলারদের বাছাই করতে এই নিলামের আয়োজন করা হয়। প্রত্যেক খেলোয়াড়ের নিলাম মূল্য সর্বনিম্ন ২ হাজার টাকা এবং সর্বোচ্চ ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়।
খেলোয়াড়দের ‘এ’, ‘বি’ ও ‘সি’ ক্যাটাগরিতে ভাগ করে নিলামে তোলা হয়। নিলামে অংশ নেয় কাটলা ধানহাটি লিমিটেড, কাটলা ফরিদুল একাদশ, কাটলা মেধাবিকাশ স্কুল ও মুক্তিযোদ্ধা খাদ্যভান্ডার নামে চারটি দল। প্রতিটি দলে থাকবে ১৫ জন করে খেলোয়াড়।
নিলাম অনুষ্ঠানের অতিথি ও কাটলা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল বলেন, খেলোয়াড়দের নিলামে কিনে নেওয়ার দৃশ্য আমরা এতদিন টিভির পর্দায় দেখেছি। কিন্তু বিরামপুর সীমান্তে এমন আয়োজন দেখে খুব ভালো লাগল।
কাটলা ক্রীড়া একাডেমি অ্যান্ড ব্লাড ডোনেশন গ্রুপের সাধারণ সম্পাদক সামসুল মিয়া বলেন, এটি মূলত ফুটবল টুর্নামেন্ট। মাঠ হবে ছোট। প্রতিটি দলে সাতজন খেলোয়াড় থাকবেন। একটি ম্যাচে একজন খেলোয়াড়কে একাধিকবার মাঠে নামানো ও ওঠানোর সুযোগ থাকবে। ৪টি দল মোট ১৯টি ম্যাচ খেলবে। স্থানীয় ক্রীড়ামোদীরা খেলা দেখে আনন্দ পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
স্থানীয় খেলোয়াড় মাসুদ রানা বলেন, ১৫ বছর ধরে বিভিন্ন জেলায় খেলছি। এই প্রথম নিলামের মাধ্যমে ফুটবল খেলায় অংশ নিতে যাচ্ছি। কাটলা ফরিদুল একাদশের হয়ে ৫ হাজার টাকায় চুক্তিবদ্ধ হয়েছি। সামনে সেরা খেলা উপহার দেওয়ার চেষ্টা করব।
মন্তব্য করুন