গাজীপুরের টঙ্গীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে টঙ্গীর গাজীপুরা বাঁশপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম ফরিদ হোসেন (৩৯)। তিনি নোয়াখালী জেলার সোনাগাজী থানার বগাদানা গ্রামের জামাল হোসেনের ছেলে। তিনি টঙ্গীর গাজীপুরা এলাকায় পরিবার নিয়ে বাস করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ফরিদ পেশায় একজন ব্যবসায়ী। মঙ্গলবার রাত দেড়টার দিকে টঙ্গীর স্টেশন রোড এলাকা থেকে বাসে করে বাসায় ফিরছিলেন। এ সময় গাজীপুরা বাঁশপট্টি এলাকায় বাস থেকে নামার পর দুর্বৃত্তরা তাকে ঘিরে ধরেন। একপর্যায়ে তারা ধারাল ছুরি দিয়ে তাকে উপর্যুপরি কুপিয়ে গুরুতর আহত করে। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মৌসুমী দাস কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ফরিদ হোসেনের বুকে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি সৈয়দ রাফিউল করিম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন