সুনামগঞ্জের ছাতক উপজেলায় সুরমা নদীর পাড়ে খোলা আকাশের নিচ থেকে ফুটফুটে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। নবজাতকটির কান্না শুনে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন স্থানীয় বাসিন্দা মারুফ আহমদ ও তার স্বজন মেহেদী হাসান নামে দুই ব্যক্তি।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেলে ছাতক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, ১ সেপ্টেম্বর রাতে ছাতক সদর ইউনিয়নের মল্লিকপুর গ্রাম সংলগ্ন সুরমা নদীর তীরে কে বা কারা নবজাতককে ফেলে যায়। নদীর পাড়ে মাটিতে বস্ত্রহীন অবস্থায় কান্না করতে থাকে শিশুটি।
স্থানীয় লোকজন নদীর পাড়ে এসে ভিড় জমায়। এ সময় আমেরতল গ্রামের বাসিন্দা মারুফ আহমদ ও তার স্বজন মেহেদী হাসান শিশুটিকে উদ্ধার করে ছাতক হাসপাতালে নিয়ে যান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাজীব চক্রবর্তী বলেন, শিশুটিকে হাসপাতালে আনার পর সর্বোচ্চ স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে। বর্তমানে সুস্থ আছে সে। কেউ যদি নবজাতকের দায়িত্ব নিতে চান, তাহলে তাকে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করে দায়িত্ব নিতে হবে।
মন্তব্য করুন