ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামী নির্বাচনে জয়লাভ করতে পারলে এ দেশকে ইসলামী রাষ্ট্র হিসেবে কায়েম করা হবে। সব ধরনের দুর্নীতি দূর করা হবে। হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান-মুসলমান সবাই যার যার ধর্ম পালন করবে। এ দেশে কোনো সাম্প্রদায়িকতা থাকবে না।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদীর মাধবদী থানা শাখা আয়োজিত ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে মাধবদী এসপি স্কুল মাঠে এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, আমরা সবাই মানুষ হিসেবে একত্রে বসবাস করব। বিগত সরকারের আমলে এই দেশ থেকে পাচার হাজার হাজার কোটি টাকা দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহযোগিতা করার জন্য সবার প্রতি উদাত্ত আহ্বান জানাই।
ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা শাখার সভাপতি আলহাজ কারি আবুল কাশেমের সভাপতিত্বে গণসমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রেজাউল কারীম আবরার।
শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মাওলানা মুহাম্মদ বদরুজ্জামান, আশরাফ হোসেন ভূইয়া, মাওলানা মুসা বিন কাসিম, আব্দুল ওয়াহাব মোল্লা, আরিফ বিন মেহের উদ্দিন প্রমুখ।
গণসমাবেশে জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং গত ১৬ বছরে সংঘটিত রাজনৈতিক ও প্রশাসনিক হত্যা, গুম ও মানবাধিকার লংঘনের বিচার এবং দুর্নীতিবাজ ও বিদেশে অর্থ পাচারকারীদের সব সম্পত্তি ক্রোক করে রাষ্ট্রীয় কোষাগারে জমা এবং পাচার করা টাকা ফেরত আনার উদ্যোগ ও নির্বাচন কমিশন পুনর্গঠন করে অবাধ, সুষ্ঠু ও অগ্রহণযোগ্য নির্বাচনের জন্য সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) নির্বাচন চালু ও ভারতীয় পানি আগ্রাসনের প্রতিবাদ জানানো হয়।
মন্তব্য করুন