সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে বিদেশে পালিয়ে যাওয়ার সময় আটককৃত কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ব্যক্তিগত ক্যাশিয়ার সালাহউদ্দিনকে কারাগারে পাঠানো হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদিগামী একটি বিমানে যৌথ অভিযান চালায় র্যাব-৯ ও র্যাব-১৫। এ সময় বিমানের সিটে হাজিদের পোশাক পরে বসে থাকা সালাহউদ্দিনকে আটক করা হয়। এরপর রাতেই তাকে বিমানবন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করে র্যাব।
সিলেট মেট্রোপলিটন পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিমানবন্দর থানা পুলিশ তাকে সিলেটের আদালতে পাঠায়। পরে আদালত তাকে সিলেট কেন্দ্রীয় কারাগারে পাঠানোর আদেশ দেন।
জানা গেছে, সালাহউদ্দিনের বিরুদ্ধে উখিয়া থানায় ৩টি মামলা রয়েছে। আদালতে তোলার সময় ৩টি মামলার বিষয়টি উল্লেখ করা হয়েছে।
সালাহউদ্দিন উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের জাদিমোরার এলাকার বাসিন্দা। তিনি রাজাপালং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যানের দায়িত্ব রয়েছেন।
মন্তব্য করুন