মুন্সীগঞ্জের গজারিয়ায় জীবনের নিরাপত্তা চেয়েছেন এক যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বাউশিয়া সমিতি মার্কেটের দ্বিতীয় তলায় গণমাধ্যম কমিশন গজারিয়া শাখার কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব পাঠান ও তার পরিবার। এ সময় প্রাণনাশের হুমকিরও প্রতিবাদ জানানো হয়। তারা পাঁচ ভাই ও তিন বোন।
মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব পাঠান তার লিখিত বক্তব্য পাঠ করে বলেন, পৈতৃক সম্পত্তির বণ্টন নিয়ে ভাইবোনদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। একপর্যায়ে তার ছোট ভাই আব্দুল মান্নান পাঠানাসহ অন্যরা তাকে প্রাণনাশের হুমকি প্রদান করে। এতে জীবনের নিরাপত্তা চায় তারা।
এ সময় তিনি বলেন, উপজেলার লক্ষ্মীপুর মৌজায় মহাসড়কের পাশে আমার বাবা গাজী পাঠানের রেকর্ডকৃত সম্পত্তি তিনি জীবিত থাকা অবস্থায় ভাইবোনরা নিজেদের নামে বি আর এস রেকর্ড করে নিয়েছে। তারা আত্মীয়স্বজনদের সঙ্গেও বিভিন্নভাবে অন্যায় করেছে।
মন্তব্য করুন