ঢাক কেরানীগঞ্জে ইকুরিয়া বিআরটিএ কার্যালয়ে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৬ দালালকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে কেরানীগঞ্জের ইকুরিয়া বিআরটিএ আদালতের -০৯ নির্বাহী ম্যাজিস্ট্রেট এ অভিযান পরিচালনা করেন।
আটককৃতরা হলেন, সবুজ মিয়া (৪২), মোহাম্মদ আলী হোসেন (৪৫), মো. ইয়াকুব আলী (৪২), মো. হারুন মিয়া (৩৬), মুহাম্মদ জসিম (৩৪) ও মো. রফিকুল ইসলাম কাজল (৩৫)।
বিআরটিএর আদালতের-৯ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমীয়া জায়গীরদার জানান, বিআরটিএ কার্যক্রমে বাধাপ্রাপ্ত হবে এমন কোনো অনৈতিক কাজ মেনে নেব না। ছয় দালালকে হাতেনাতে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১৮৬০ এর ১৮৬ ধারায় অপরাধ করায় প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে পুলিশের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি জানান, দালালরাই গ্রাহকদের নানাভাবে হয়রানি করে আসছে। ইকুরিয়া বিআরটিএকে দালালমুক্ত না করা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন