রংপুরের পীরগাছায় মায়ের কাছে ৫০ টাকা চেয়ে না পেয়ে অভিমানে গলায় ফাঁস দিয়ে এক কিশোর আত্মহত্যা করেছে। সোমবার (২ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টার দিকে উপজেলার অন্নদানগর ইউনিয়নের নবু পাঠানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আত্মহত্যা করা ওই কিশোরের নাম জাহিদ হাসান (১৫)। সে ওই গ্রামের মৃত আব্দুল আউয়ালের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাহিদ হাসান দীর্ঘদিন থেকে নেশাগ্রস্ত ছিলেন। ৩-৪ দিন আগে তিনি ঢাকা থেকে নিজ বাড়িতে আসেন। সোমবার দুপুর সোয়া ২টার দিকে জাহিদ হাসান তার মা সাবিনা বেগমের কাছে ৫০ টাকা চান। তার মা টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি অভিমানে তার নিজ বাড়ির দক্ষিণ দুয়ারি দোচালা টিনের ঘরের তীরের সঙ্গে মায়ের ব্যবহৃত ওড়না দিয়ে গলায় ফাঁস দেন। তার মা ঘটনা টের পেয়ে চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে এসে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করলে পথিমধ্যে তিনি মারা যান।
পীরগাছা থানার ওসি সুশান্ত কুমার সরকার কালবেলাকে বলেন, এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
মন্তব্য করুন