দুর্নীতি ও অনিয়মের অভিযোগে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হযরত আলীর পদত্যাগ ও শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করা হয়েছে।
সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে ওই ইউপি চেয়ারম্যানের পদত্যাগ ও শাস্তির দাবিতে ইউপি সদস্য এবং সর্বস্তরের ব্যানারে পৌরশহরে বিক্ষোভ মিছিল করা হয়। পরে মিছিলে অংশগ্রহণকারীরা উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন করেন।
বক্তরা বলেন, ২নং গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হযরত আলী নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হওয়ার পর থেকে স্বৈরশাসন কায়েম করেছে। তার ছেলে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেনের নেতৃত্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিহত করতে দা মিছিল করেছে। টিআর, কাবিখা, কর্মসৃজন কর্মসূচিসহ সব প্রকল্পের অর্থ লুটপাট করেছে এ চেয়ারম্যান। তাই অবিলম্বে তার অপসারণ ও বিচারের দাবি জানাচ্ছি।
এ সময় বক্তব্য দেন গৌরীপুর ইউপি সদস্য মো. শহীদুল্লাহ, ওয়াসিম আকন্দ, অবসরপ্রাপ্ত সেনাসদস্য বাবুল মিয়া, সাবেক মেম্বার মো. দুলাল মিয়া, শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরু, ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, বাবুল মিয়া প্রমুখ।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান মো. হযরত আলী বলেন, আমি কোনো অনিয়ম বা দুর্নীতি করিনি। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।
মন্তব্য করুন