কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০০ পিএম
অনলাইন সংস্করণ

প্রাণচাঞ্চল্য ফিরছে কাপ্তাই হ্রদে, মৎস্য আহরণ স্বাভাবিক

কাপ্তাই হ্রদে জাল দিয়ে মাছ ধরছেন জেলেরা। ছবি : কালবেলা
কাপ্তাই হ্রদে জাল দিয়ে মাছ ধরছেন জেলেরা। ছবি : কালবেলা

চার মাস সাত দিন পর রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ স্বাভাবিক হয়েছে। এ ছাড়া হ্রদে ও জেলেদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। গত রোববার পর্যন্ত প্রায় ১৫ টন মাছ আহরণ হয়েছে।

সোমবার (২ সেপ্টেম্বর) বিকেলে কাপ্তাই মৎস্য বিপণন কেন্দ্রের প্রধান মো. জসিম উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে গত রোববার দিবাগত মধ্য রাত থেকে মৎস্য আহরণ শুরু হলেও কাপ্তাই উপজেলায় একটি আঞ্চলিক সংগঠনের অতিরিক্ত চাঁদার অভিযোগ এনে মৎস্য আহরণ বন্ধ রেখেছিল কাপ্তাইয়ের জেলেরা। তবে সোমবার থেকে অনেকটা মৎস্য আহরণ ও বিপণন কার্যক্রম স্বাভাবিক হয়েছে বলে নিশ্চিত করেন এই কর্মকর্তা।

তবে নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন জেলে বলেন, এখনো কাপ্তাই হ্রদের কয়েকটি স্থানে মৎস্য আহরণ করতে যেতে তারা সাহস পাচ্ছে না। বিশেষ করে কিছু কিছু স্থানে নিরাপদে থেকে তারা মৎস্য আহরণ করছে। পরিস্থিতি একদম পুরোপুরি স্বাভাবিক হলে তবেই তাদের সবার মাঝে স্বস্তি ফিরে আসবে।

কয়েকজন জেলে জানান, অন্যান্য বছরের চেয়ে এবার কাপ্তাই হ্রদের আইড় মাছের আহরণ ও আকার বেড়েছে। তবে বিশেষ করে কেচকি ও চাপিলা মাছ ছোট পাওয়া যাচ্ছে। অন্য বছরের চেয়ে এবার কাপ্তাই হ্রদে পানি অনেকটা বেশি। যে কারণে জেলেরা যেসব জায়গায় জাল ফেলে থাকেন সেখানে ওই পরিমাণ মাছ পাওয়া যাচ্ছে না। বৃষ্টিপাত ও ঢলের কারণে হ্রদের পানি ঘোলা হওয়ার কারণে মাছ পর্যাপ্ত খাবার না পেয়ে বাড়তে পারেনি।

প্রসঙ্গত, প্রতি বছরের পহেলা মে থেকে ৩১ জুলাই পর্যন্ত তিন মাস কাপ্তাই হ্রদে মাছ আহরণে নিষেধাজ্ঞা আরোপ করে জেলা প্রশাসন। কাপ্তাই হ্রদে কার্পজাতীয় মাছের সুষম বৃদ্ধি, মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিতসহ জীববৈচিত্র্য রক্ষায় এ নিষেধাজ্ঞা দেওয়া হয়।

এ সময়ে হ্রদের মাছ বিপণনসহ স্থানীয় বরফকলগুলোও বন্ধ রাখা হয়। তবে চলতি বছর নির্ধারিত সময়ের ছয়দিন আগে ২৫ এপ্রিল থেকে ২৪ জুলাই পর্যন্ত তিন মাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

কিন্তু নির্ধারিত সময়ের মধ্যেও হ্রদে পানি পর্যাপ্ত না বাড়ায় প্রথম দফায় ১৫ দিন ও দ্বিতীয় দফায় ২৩ হ্রদে মাছ শিকারে নিষেধাজ্ঞা বাড়ানো হয়। নির্ধারিত তিন মাস সময়ের পর আরও একমাস সাত দিন পর কাপ্তাই হ্রদে মাছ শিকার শুরু হলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় ঘনকুয়াশা, থাকবে কত দিন

‘জীবন দেব, ফসলের মাটি দেব না’

ঢাবিতে সাদা দলের ‘বিদ্রোহী কমিটি’ নিয়ে সমালোচনা

প্রধান উপদেষ্টার রাজবাড়ী সফর স্থগিত

নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ব্যবসায়ীর কারাদণ্ড

রাবিতে পোষ্য কোটা ইস্যুতে কর্মকর্তা-কর্মচারীদের তিন দিনের কর্মবিরতি ঘোষণা

সচল হলো আসিফ-সাদিক-হান্নানের ফেসবুক আইডি

প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণে নির্দেশিকা প্রণয়ন করা হচ্ছে : পরিবেশ উপদেষ্টা

কৃষি জমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

গাজীপুরে ইজতেমা ময়দানে নিষেধাজ্ঞা প্রত্যাহার

১০

স্বৈরাচারের দোসররা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে : আমিনুল হক

১১

যুক্তরাষ্ট্রে বর্ষবরণ উৎসবে হামলাকারী কে এই জব্বার?

১২

বাংলাদেশের প্রচলিত রাজনৈতিক ধারা পরিবর্তন করতে হবে : হাসনাত আব্দুল্লাহ

১৩

কুমিল্লায় যুবদলের সভাকে কেন্দ্র করে বিএনপির দুগ্রুপে পাল্টাপাল্টি ধাওয়া

১৪

শাকিবের বরবাদে কলকাতার আরও এক অভিনেত্রী

১৫

সমবায় ব্যাংকের সাবেক চেয়ারম্যানের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা 

১৬

বাংলাদেশিদের পশ্চিমবঙ্গে প্রবেশ করাচ্ছে বিএসএফ : মমতা

১৭

এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

১৮

২০০ টাকায় মিলল নতুন বই, প্রধান শিক্ষক বললেন ব্যয় হবে উন্নয়নকাজে

১৯

প্রাইম ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হলেন আনোয়ার কামাল পাশা

২০
X