সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী বলেছেন, ধূমপান ও তামাকজাতদ্রব্য ব্যবহারের ক্ষতিকর দিকগুলো জেনেও মানুষ তা গ্রহণ করে। তার ফলে বহু মানুষ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করে। ধূমপানের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
সোমবার (২ সেপ্টেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের সহযোগিতায় বিভাগীয় কমিশনার কার্যালয়ে ধূমপান ও তামাকজাতদ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন বাস্তবায়নে করণীয়বিষয়ক সেমিনারে তিনি এসব কথা বলেন।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক ও পরিচালক, স্থানীয় সরকার) দেবজিৎ সিংহের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোহাম্মদ রোকন উদ্দিন, জোনাল সেটেলমেন্ট অফিসার মো. এমরান হোসেন, সলেট রেঞ্জের ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মো. জেদান আল মুসা। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. আনিসুর রহমান।
সেমিনারে উন্মুক্ত আলোচনায় বক্তারা বলেন, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধির উপর অধিক গুরুত্বারোপ করেন। পাশাপাশি গণমাধ্যমসহ অন্যান্য মাধ্যমে ধূমপান ও তামাকজাতদ্রব্য ব্যবহার বিরোধী প্রচারণার কথা উল্লেখ করা হয়। এ ছাড়াও সেমিনারে তামাক বিক্রির জন্য লাইসেন্স চালু, উন্মুক্ত স্থানে সেমিনার বা ক্যাম্পেইন করা, তামাকের প্যাকেটে লাল অক্ষরে সতর্কতামূলক বার্তা লেখা। এ বিষয়ে বেশি বেশি মোবাইল কোর্ট পরিচালনা করা, তামাকের ওপর অত্যাধিক কর আরোপের সুপারিশ করা হয়।
মন্তব্য করুন