উজান থেকে নেমে আসা অব্যাহত পাহাড়ি ঢল এবং ভারি বৃষ্টিপাতের কারণে আবারও বেড়ে গেছে কাপ্তাই হ্রদের পানি। এতে পানির স্তর ফের বিপৎসীমায় পৌঁছানোর কারণে আগে দুই ফুট বা আড়াই ফুট খোলা থাকলেও এবার সাড়ে তিন ফুট করে বাঁধের গেটগুলো খুলে দেওয়া হয়েছে।
এর আগে হ্রদের পানি কমানোর জন্য গত রোববার থেকে জলকপাটগুলো আড়াই ফুট খোলা থাকলেও পানি বাড়ছিল। ফলে সোমবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে বাঁধের ১৬টি জলকপাট সাড়ে তিন ফুট করে খুলে দেওয়া হয়। এতে প্রতি সেকেন্ডে ৬৮ হাজার কিউসেক পানি কর্ণফুলীতে নির্গত হচ্ছে।
কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৯টা পর্যন্ত কাপ্তাই হ্রদে পানির স্তর রয়েছে ১০৮.৭৪ মিনস সি লেভেল (এমএসএল)। হ্রদের সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ এমএসএল। কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আবদুজ্জাহের বলেন, পানি বাড়ায় সাড়ে তিন ফুট করে গেট খুলে দেওয়া হয়েছে। এতে প্রতি সেকেন্ডে নিষ্কাশিত হচ্ছে ৬৮ হাজার কিউসেক পানি। পাশাপাশি বিদ্যুৎকেন্দ্রের ৫টি ইউনিট চালু রেখে ২২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এতে প্রতি সেকেন্ডে পানি ছাড়া হচ্ছে ৩২ হাজার কিউসেক।
এদিকে, হ্রদের পানির স্তর আবারও বেড়ে যাওয়ায় গত দু সপ্তাহ ধরে দুর্ভোগে রয়েছে হ্রদের নিম্নাঞ্চল। এতে প্রায় ১৬ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়ে। হ্রদের পানি না কমায় জনদুর্ভোগে পড়েছে খেটে খাওয়া মানুষ।
প্রসঙ্গত, কাপ্তাই হ্রদের পানি ধারণ ক্ষমতার সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি চলে আসায় ২৪ আগস্ট প্রথম দফায় জলকপাটগুলো ৬ ইঞ্চি খুলে দিয়েছিল কর্তৃপক্ষ। তাতে পানি না কমায় ধাপে ধাপে বাড়িয়ে আজ সোমবার সকাল ১০টা থেকে জলকপাটগুলো খোলা হয়েছে সাড়ে ৩ ফুট।
মন্তব্য করুন