মাগুরা প্রতিনিধি
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৬ এএম
অনলাইন সংস্করণ

মাগুরায় শিক্ষার্থীদের জন্য বাস ভাড়ায় ছাড়

মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা
মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা

মাগুরায় সাতটি অভ্যন্তরীণ বাস রুটে শিক্ষার্থীদের জন্য ৩০ শতাংশ কম ভাড়া নেওয়ার ঘোষণা দিয়েছে জেলা বাস মালিক সমিতি। রোববার (১ সেপ্টেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিকেলে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির জেলা সমন্বয়ক শফিকুল ইসলাম জানান, জেলা সদরের সঙ্গে মোহাম্মদপুর, শালিখা ও শ্রীপুর উপজেলার সাতটি রুটে শিক্ষার্থীরা শুক্রবার ছাড়া সপ্তাহের বাকি দিনগুলোতে ৩০ শতাংশ কম খরচে যাতায়াত করতে পারবে। যাত্রাপথে শিক্ষার্থীদের পরিচয়পত্র দেখাতে হবে।

এ ছাড়া জেলা প্রশাসনের মাধ্যমে শহরের ভায়নার মোড় থেকে পারনান্দুয়ালি পর্যন্ত সড়কটি ছাত্র আন্দোলনের শহীদ রাব্বির নামে ও শ্রীপুরের ওয়াবদা থেকে নাকোল বাজার পর্যন্ত শহীদ ফরহাদের নামে রাস্তার নামকরণ করা হয়েছে বলে জানান তারা। জেলার অন্য ৮ জন শহীদদের নামেও নিজ নিজ এলাকায় সড়ক বা সেতুর নামকরণের কাজ চলছে বলেও জানানো হয়।

এর আগে শেখ হাসিনা সরকারের পতনের দাবিতে বৈষম্যবিরোধী আন্দোলনে বরিশালে আহত শিক্ষার্থীদের বাস ভাড়া ফ্রি ঘোষণা করা হয়েছে। রোববার বরিশাল পটুয়াখালী বাস-মিনিবাস মালিক সমিতি এ সিদ্ধান্ত নেয়। এ ছাড়া সব শিক্ষার্থীর পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে ৫০ শতাংশ ভাড়া মওকুফের কথাও জানানো হয়।

দুপুরে রুপাতলী বাস টার্মিনাল এলাকায় সাংবাদিকদের উপস্থিতিতে এ ঘোষণা দেন মালিক সমিতির আহ্বায়ক ও বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার।

এ সময় তিনি বাস টার্মিনালকে চাঁদাবাজমুক্ত এলাকা ঘোষণা করেন। এর আগে বেলা সাড়ে ১১টায় টার্মিনাল এলাকায় যে কোনো নাশকতা রোধে মিছিল করেন বাস মালিক, শ্রমিক ও পরিবহন সংশ্লিষ্টরা।

বরিশাল-পটুয়াখালী বাস-মিনিবাস মালিক সমিতির আহ্বায়ক জিয়াউদ্দিন সিকদার বলেন, গত ১৫ বছর যারা বাস টার্মিনালগুলো নিয়ন্ত্রণ করেছে তারা একচেটিয়া চাঁদাবাজি করে এ খাতের সুনাম নষ্ট করেছে।

তিনি বলেন, আগে আমরা যে টাকা আওয়ামী লীগের সন্ত্রাসীদের চাঁদা দিতাম সেই অর্থ এখন থেকে আমরা দেশ বিনির্মাণে ব্যয় করব। স্বৈরাচারবিরোধী আন্দোলনে যেসব ছাত্র ভাইয়েরা আহত হয়েছেন তাদের আজীবন আমাদের বাসগুলোতে ফ্রি সার্ভিস দিতে চাই। আশা করি ছাত্র ভাইয়েরা আমাদের সে সুযোগটি করে দেবে।

আহত শিক্ষার্থীদের তালিকা চেয়ে তিনি আরও বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়সহ নগরীর যেসব শিক্ষাপ্রতিষ্ঠান আছে আমরা সেখানকার কর্তৃপক্ষ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে যোগাযোগ করব। তারা আমাদের তালিকা দিলে সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, দক্ষিণাঞ্চলের মোট ২২টি রুটে যাত্রী সেবা দিয়ে থাকে বরিশাল-পটুয়াখালী বাস-মিনিবাস মালিক সমিতি। এসব রুটে প্রায় ৩ শতাধিক বাস চলাচল করে। সরকার পরিবর্তনের পর রুপাতলী বাস টার্মিনাল নিয়ন্ত্রণে নেন বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে যুবলীগ নেতা মন্টু গ্রেপ্তার

নরসিংদীতে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু

বিএনপি নেতাকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধর

২৫ ঘণ্টা পর ৬৮ জেলে উদ্ধার

ডিটেনশন আইনে কারাগারে মডেল মেঘনা আলম

মানিকগঞ্জে ‘সিঙ্গেল ইউজড প্লাস্টিক ও শব্দদূষণ’ বিষয়ক কর্মশালা

বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫ দেশের অর্থনীতিতে মাইলফলক : জামায়াত

কিডনির পাথর অপসারণ বিষয়ে ডা. রফিকের আধুনিক চিকিৎসার প্রেজেন্টেশন উপস্থাপন

মডেল মেঘনা আলমকে ‘দরজা ভেঙে’ কারা নিয়ে গেল

বিনিয়োগ সম্মেলনে স্বাস্থ্য, প্রযুক্তি ও পানিসম্পদ খাতে ৫ সমঝোতা স্মারক সই

১০

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা, ১১ আসামির জামিন খারিজ

১১

ফেনীতে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

১২

চুরির পর ইমামের মোবাইল ফিরিয়ে দিল চোর

১৩

ইসরায়েলি নৃশংসতার প্রতিবাদে খুলনায় বিএনপির র‌্যালিতে নেতাকর্মীদের ঢল

১৪

৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা পেছাচ্ছে

১৫

সাঁতার-অ্যাথলেটিকসে বিদেশি কোচের প্রত্যাশা

১৬

সিলেটে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তিন মামলায় আসামি ১৮০০

১৭

‘উন্নয়ন কাজে কাউকে এক পয়সাও চাঁদা দিতে হবে না’

১৮

কৃষক দল মাগুরা জেলা শাখার সভাপতি হলেন রুবাইয়াত

১৯

সন্ত্রাসী ছোট সাজ্জাদের স্ত্রী তামান্নাকে আত্মসমর্পণের নির্দেশ

২০
X