কুমিল্লা এলাকায় বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ দিয়ে ময়মনসিংহে ফেরার পথে হামলার শিকার হয়েছেন শিক্ষার্থীরা। রোববার (১ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগীরা।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, গত ২৭ আগস্ট ময়মনসিংহের নান্দাইল থেকে একদল স্বেচ্ছাসেবী শিক্ষার্থী কুমিল্লায় বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ করে পিকআপ গাড়িতে করে নিজ এলাকায় ফিরছিলেন। ওই সময় তারা রাত অনুমান সাড়ে নয়টার দিকে উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের সুরাটি বাজারের সামনে পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে ফারুক মিয়া, শহিদ মিয়া, লিটন মিয়া, রফিকুল ইসলাম, রাজু মিয়া, খোকন মিয়াসহ অজ্ঞাতনামা আরও ৫-৬ জন দেশীয় অস্ত্র নিয়ে পিকআপটির গতিরোধ করে। পরে গাড়ি থেকে নামিয়ে তাদের এলোপাতাড়ি মারধর ও পিকআপ গাড়িটি ভাঙচুর করা হয়। এক পর্যায়ে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
আহতরা হলেন- রানা মিয়া, রোহান মিয়া, আরিফ মিয়া, সোহাগ মিয়া, রবিন মিয়া, মোস্তাকিম, লালু মিয়া, আবিদ মিয়া, আশিক মিয়া, তানজিন মিয়া ও সানি মিয়া। আহত রানা মিয়াকে গুরুতর অবস্থায় কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় গত ৩০ আগস্ট রানা মিয়ার চাচা মো. কাইয়ুম নান্দাইল মডেল থানায় অভিযোগ করেন।
মন্তব্য করুন