বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল করিম বলেছেন, বিগত সরকারের সময়ে জ্বালানি ও বিদ্যুৎ ক্ষেত্রে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। এসব অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে দেশের অর্থ লোপাট হয়েছে। যা খুঁজে বের করে দোষীদের আইনের আওতায় আনতে একজন বিচারপতিকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
শনিবার (৩১ আগস্ট) সকালে খুলনার খালিশপুর রূপসা ৮শ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, স্বজনপ্রীতি ও কিছু মানুষকে সুবিধা দিতে অপ্রয়োজনে বেসরকারি খাতে অনেক অনেক বিদ্যুৎকেন্দ্র অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্পে ভর্তুকির মাধ্যমে রাষ্ট্রীয় অর্থের অপচয় হয়েছে।
এর আগে তিনি বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তা, বিদ্যুৎ সচিব, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিবসহ সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এ সময় জ্বালানি তেলের দাম কমানোর ঘোষণা দেন, যা আগামী রোববার থেকে কার্যকর হবে।
ডিজেল ১০৬.৭৫ থেকে ১.২৫ কমিয়ে ১০৫.২৫ টাকা, অকটেন ১৩১ থেকে ৬ কমিয়ে ১২৫ টাকা এবং পেট্রলের দাম ১২৭ থেকে ৬ কমিয়ে ১২১ টাকা নির্ধারণ করে জ্বালানি উপদেষ্টা ঘোষণা করেন, যা শনিবার রাত ১২টা থেকে কার্যকর হবে।
মন্তব্য করুন