নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের বন্যার্ত এলাকার একটি আশ্রয়কেন্দ্রে জন্ম হলো এক ছেলে নবজাতকের। উপজেলার খিলপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের আশ্রয়কেন্দ্রে বুধবার (২৮ আগস্ট) সকালে এই ছেলে শিশুর জন্ম হয়।
এ সংবাদ পাওয়ার পর গত বৃহস্পতিবার চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দীন আশ্রয়কেন্দ্রে যান। উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে নবজাতকের নাম রাখা হয় ফাতিন ওয়াহাব। এ সময় নবজাতকের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রয়োজনীয় উপহার সামগ্রী হস্তান্তর করেন এবং নবজাতকটির দায়িত্ব গ্রহণ করেন।
নবজাতক শিশু ফাতিনের বাবা সাইফুল ইসলাম এবং মাতা আকলিমা বেগমের প্রথম সন্তান। বাবা সাইফুল ইসলামের বাড়ি খিলপাড়া ইউনিয়নের শংকরপুর গ্রামে, তিনি পেশায় একজন কৃষক।
কেন্দ্রটিতে স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করা খিলপাড়া ব্লাড ডোনেট ক্লাবের সভাপতি মামুনুল ইসলাম কালবেলাকে বলেন, বাড়িঘর বন্যায় ডুবে যাওয়ায় আমাদের রেসকিউ টিমের মাধ্যমে পরিবারটি খিলপাড়া আশ্রয়কেন্দ্রে যায়। সেখানে উপস্থিত নারী স্বেচ্ছাসেবীদের সহায়তায় গত বুধবার সকাল ৬টায় নবজাতকটির জন্ম হয়। পরবর্তী সময়ে ডাক্তার গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে ব্যবস্থাপত্র দিয়ে যান।
চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দীন বলেন, এই দুঃসময়ে এটি আমাদের জন্য একটি সুসংবাদ। বন্যার্ত এলাকায় যেন আমাদের প্রসূতি মায়েরা কোনো সমস্যায় না পড়েন, আমরা সেসব দিকে শুরু থেকেই সতর্ক নজর রেখেছি। এরই মধ্যে আমাদের টিমগুলোর মাধ্যমে রেসকিউ করা কয়েকজন মা বিভিন্ন হাসপাতালে সুস্থভাবে সন্তান প্রসব করেছেন। তবে আশ্রয়কেন্দ্রে সন্তান প্রসবের ঘটনা এখন পর্যন্ত এই একটিই। নবজাতক ফাতিন ওয়াহাব ও নবজাতকের মা উভয়ই সুস্থ রয়েছেন। একজন চিকিৎসক প্রতিদিন তাদের স্বাস্থ্যসেবার খোঁজখবর রাখছেন।
মন্তব্য করুন