নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৪, ০৭:২৭ পিএম
আপডেট : ৩০ আগস্ট ২০২৪, ০৮:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

নরসিংদীতে আরএফএলের কারখানায় আগুন

পলাশের ডাঙায় আরএফএলের কারখানায় আগুন। ছবি : কালবেলা
পলাশের ডাঙায় আরএফএলের কারখানায় আগুন। ছবি : কালবেলা

নরসিংদীর পলাশের ডাঙায় আরএফএলের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ও কোম্পানিটির নিজস্ব দমকল বাহিনী কাজ করছে।

শুক্রবার (৩০ আগস্ট) বিকেল ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন পলাশ ফায়ার স্টেশনের স্টেশন অফিসার সাদেকুল বারি।

পলাশ থানার ফায়ার সার্ভিস জানায়, পলাশ ফায়ার স্টেশনের ২টি এবং মাধবদী ফায়ার স্টেশনের ২টিসহ মোট ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এ ছাড়া, আগুন নেভাতে কোম্পানির নিজস্ব দমকল বাহিনীও কাজ করছে।

অফিসার সাদেকুল বারি কালবেলাকে জানান, এখন যে অবস্থায় আছে সে অবস্থায় আগুন আর বাইরে ছড়ানোর সম্ভাবনা নেই। আমরা কাজ করছি। আশা করছি অল্প কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসবে। কতক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসবে সে বিষয়ে এখনো স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না।

তিনি জানান, তীব্র আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। তবে কীভাবে এই আগুনের সূত্রপাত তা এখনো জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ ও কেউ হতাহত হয়েছে কিনা এ বিষয়ে খোঁজ নিয়ে জানানো হবে।

এর আগে শুক্রবার (২৩ আগস্ট) বিকেলে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় প্রাণ-আরএফএল কোম্পানির একটি ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা যায়, দুপুরের পর পরই আচমকাই দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে প্রাণ কোম্পানির ডিপোতে। এ সময় প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করে স্থানীয়রা। পরে তা দ্রুত ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের একটি ইউনিট দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ডিপোর ইনচার্জ মোহাম্মদ ফোরকান বলেন, সবাই কাজ করছিলেন। দুপুর ১টা ৫০ মিনিটের দিকে বিকট শব্দ হয়। এরপর আগুন ধরে যায়। কোথা থেকে আগুন লাগে তা আমরা নিশ্চিত নই। এরপর কর্মচারীরা মিলে আগুন নেভানোর চেষ্টা করি। তাতে কাজ না হলে ফায়ার সার্ভিসকে খবর দিই। প্রথমে তাদের একটা ইউনিট কাজ শুরু করে। এরপর আরও তিন ইউনিট যোগ দেয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কুমিল্লা স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার বজলুর রশিদ বলেন, ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে এনেছেন। কীভাবে আগুনের সূত্রপাত তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। এখনও ধোঁয়া বের হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় যোগদান করেই জিয়াউর রহমানের বাড়ি পরিদর্শনে ডিসি

কবি সম্মেলন / ‘ছাত্র-জনতার গণবিপ্লবে প্রতিটি স্লোগানই ছিল অনন্য কবিতা’

বিএনপির রোববারের সমাবেশ স্থগিত, নতুন তারিখ ঘোষণা 

‘ত্যাগ স্বীকার করার পরও জায়গাটা ধরে রাখতে পারি না’

বাছুর কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন মোদি

চাঁদপুর-নারায়ণগঞ্জ রুটে লঞ্চ চলাচল বন্ধ

সাভারে আ.লীগ নেতার বিরুদ্ধে ছাত্রদল নেতাকে হত্যাচেষ্টার অভিযোগ 

শহীদের স্বজনের আর্তনাদ, বিচার দাবি / আওয়ামী হায়েনাদের আক্রমণ প্রতিহত করুন : মির্জা ফখরুল

কারখানায় ঘাস তৈরি, প্রযুক্তির এক নতুন উদ্ভাবন

তরুণীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় আটক ৫

১০

বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

১১

‘ফ্যাসিবাদী হাসিনা আমার পিতাকে অন্যায়ভাবে হত্যা করেছে’

১২

শহীদ সাগরের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল

১৩

পেঁয়াজ রপ্তানি নিয়ে ‍সুখবর দিল ভারত

১৪

ক্যাম্পাসে লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি বন্ধ হওয়া উচিত : হাসনাত

১৫

ডাচ্-বাংলা ব্যাংকে একাধিক পদে চাকরির সুযোগ

১৬

সন্ত্রাসী ও চাঁদাবাজদের প্রতিহত করার হুঁশিয়ারি সমন্বয়ক মাহিনের

১৭

এমডির আশ্বাসে কৃষি ব্যাংক কর্মকর্তাদের কর্মসূচি প্রত্যাহার

১৮

তিন তারকার গোলে ম্যানইউর সহজ জয়

১৯

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন / শিক্ষার্থীকে কুপিয়ে আহত করার ঘটনায় গ্রেপ্তার ১

২০
X