মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৪, ০২:০২ পিএম
অনলাইন সংস্করণ

কলাপাড়ায় ৮ কোটি টাকার সবজি নষ্ট

পটুয়াখালীতে বৃষ্টির পানিতে নষ্ট সবজির ক্ষেত। ছবি : কালবেলা
পটুয়াখালীতে বৃষ্টির পানিতে নষ্ট সবজির ক্ষেত। ছবি : কালবেলা

লঘুচাপের প্রভাবে উপকূলীয় অঞ্চল কলাপাড়ায় বিগত ২০ দিন ধরে চলা ভারি বর্ষণে প্রায় ৮ কোটি টাকার শরৎকালীন শাকসবজি নষ্ট হয়েছে বলে জানিয়েছেন কলাপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা। এতে এলাকার প্রায় ২ হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে।

বর্তমানে সবজির উৎপাদন না থাকায় দেখা দিয়েছে সবজির সংকট। হু হু করে দাম বাড়ছে প্রতিটি সবজির। ফলে ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে।

সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায়, সারি সারি সবজিক্ষেত নষ্ট হয়ে গেছে। বিগত দিনে টানা বৃষ্টিতে গাছের গোড়ায় পানি জমে গাছ নষ্ট হয়েছে। লাল হয়ে গেছে গাছ। পচন ধরা শুরু করেছে গাছে। পাশাপাশি গাছে ধরা যে সবজি ছিল তাও পচে যাচ্ছে।

জানা গেছে, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ-বাংলাদেশের উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছিল। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় থাকার ফলে ভারি থেকে অতি ভারি বর্ষণ ছিল টানা। পুকুর খাল বিল তলিয়ে যাওয়ার ফলে এমন ক্ষতির মুখে এখানকার কৃষকেরা।

কৃষকরা জানিয়েছেন, টানা বৃষ্টিতে তাদের করলা, মরিচ, চিচিঙ্গা, লাউসহ বিভিন্ন ধরনের শাক সবজি নষ্ট হয়েছে। করলার বাম্পার ফলন ছিল এবং দামও ভালো পেয়েছেন। টানা বৃষ্টি না থাকলে এবার সবাই লাভের মুখ দেখত।

কৃষকরা আরও জানান, একদিকে যেমন সবজি নষ্ট হয়েছে, আরেকদিকে তাদের আগাম শীতকালীন সবজির বীজ নষ্ট হয়েছে। এতে ক্ষতির পরিমাণ বাড়ছে। কৃষকদের দাবি তারা যেন সরকারি সহায়তা পায়। সহায়তা পেলে ক্ষতি পুষিয়ে আবার ঘুরে দাঁড়াতে পারবে।

নীলগঞ্জ ইউনিয়নের কুমিরমারা গ্রামের কৃষক মো. মাসুম বলেন, এবার সবজির উৎপাদন ভালোই ছিল। কিন্তু টানা বৃষ্টিতে আমার সবজির ক্ষেত নষ্ট হয়েছে। আমার প্রায় ৫০ হাজার টাকার সবজি নষ্ট হয়েছে। পাশাপাশি আগাম শীতকালীন সবজির বীজও নষ্ট হয়েছে। এখন নতুন করে বীজ বপন করার চেষ্টা করছি।

সবজি বিক্রেতা মো. ওমর ফারুক বলেন, সবজির ক্ষেত নষ্ট হয়েছে। সবজি না থাকায় দাম বাড়ছে। এখন লাউ বিক্রি হয় ৭০/৮০ টাকায়, চিচিঙ্গা বিক্রি হয় ৬০ টাকা কেজি দরে, ঢেঁড়শ বিক্রি হয় ৫০ টাকা কেজিতে, করলা ৭০ টাকা কেজিতে।

কলাপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. আরাফাত হোসাইন বলেন, এবারের টানা বৃষ্টিতে উৎপাদিত সবজির ১৫ শতাংশ নষ্ট হয়েছে; যা টাকার হিসেবে ৮ কোটি টাকারও বেশি। ক্ষতিগ্রস্ত কৃষকদের আমরা সাধ্যমতো সহায়তা দেওয়ার চেষ্টা করব। পরামর্শ সব সময় দিয়ে আসছি এবং ক্ষতি কাটিয়ে উঠতে যা যা করণীয় তা করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালবেলায় সংবাদ প্রকাশের পর প্রতিবন্ধী রনি পেল হুইলচেয়ার

শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার হতে হবে : আবু হানিফ

ক্রীড়াবিদ শওকত আলীর স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল

শাহরিয়ার কবির আটক

সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন গ্রেপ্তার

রাসূল (স.) আদর্শ ধারণ করে নিজেকে গড়ে তুলতে হবে

ঝিনাইদহে নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

সাবেক রেলমন্ত্রী সুজনের গ্রেপ্তারের খবরে বিএনপির আনন্দ মিছিল

মানিকগঞ্জে ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

ভূমি উপদেষ্টার পরিদর্শন, হয়রানি ছাড়া নামজারি খতিয়ান পেয়ে উৎফুল্ল নাজিম  

১০

চট্টগ্রামে জশনে জুলুশে মানুষের ঢল  

১১

বন্যা পরবর্তী প্রাণী চিকিৎসায় বাকৃবি শিক্ষার্থীরা

১২

‘দুনিয়া ও আখিরাতে মুক্তির জন্য রাসুল (সা.)-এর আদর্শ অনুসরণ করতে হবে’

১৩

নার্সের ভুলে ৩ দিনের শিশুর মৃত্যুর অভিযোগ

১৪

‘স্মরণকালের সবচেয়ে বড় গণসমাবেশ’ করার প্রস্তুতি বিএনপির

১৫

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

রাত ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

১৭

সিরাজগঞ্জে কবরস্থানে মিলল অস্ত্র ও গুলি

১৮

সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জামায়াতের নায়েবে আমিরের মতবিনিময়

১৯

২৮ থেকে ৪২তম বিসিএসের বঞ্চিত সেই ক্যাডাররা ফের বঞ্চনার শিকার

২০
X