চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৪, ০১:০৭ পিএম
আপডেট : ৩০ আগস্ট ২০২৪, ০২:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

কমছে বন্যার পানি, ফুটে উঠছে ক্ষত

চৌদ্দগ্রাম পৌরসভার বালুজুড়ী-নাটাপাড়া সড়ক বন্যার পানিতে তলিয়ে যায়। ছবি : কালবেলা
চৌদ্দগ্রাম পৌরসভার বালুজুড়ী-নাটাপাড়া সড়ক বন্যার পানিতে তলিয়ে যায়। ছবি : কালবেলা

কুমিল্লার চৌদ্দগ্রামে বন্যায় একটি পৌরসভা ও ১৩টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। তবে বন্যার পানি কমতে শুরু করায় ফুটে উঠছে ক্ষতবিক্ষত সড়ক।

বুধবার (২১ আগস্ট) রাতে একযোগে উপজেলার ৪২৯টি গ্রাম প্লাবিত হয়। ধীরগতিতে পানি নামার সঙ্গে সঙ্গে স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ।

কিছু কিছু আঞ্চলিক সড়ক থেকে পানি নেমে গেলেও এখনো অধিকাংশ আঞ্চলিক ও গ্রাম্য সড়ক থেকে পানি নামেনি। যেসব আঞ্চলিক সড়কগুলো থেকে পানি নেমে গেছে এতে দেখা যায়, সড়কগুলোতে যান চলাচল তো দূরের কথা, মানুষ চলাচলেরও অযোগ্য হয়ে পড়েছে।

অনেক সড়কে বন্যার খরস্রোতে ভেঙে গিয়ে খালে পরিণত হয়েছে। এতে ওইসব এলাকার গ্রামগুলো থেকে মানুষ বের হয়ে আসতে পারছে না।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) চৌদ্দগ্রাম পৌরসভার ভারত সীমান্তবর্তী এলাকায় অবস্থিত ৭, ৮ ও ৯ ওয়ার্ডে সরজমিনে দেখা যায়, অধিকাংশ সড়কে বন্যার খরস্রোতে গিয়ে খালে পরিণত হয়েছে। ৯নং ওয়ার্ডের ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বালুজুড়ি এলাকা নামক স্থানে নবনির্মিত টেকনিক্যাল স্কুল পাশের সড়কটি খরস্রোতে তলিয়ে গেছে। দেখলে মনে হবে এখানে কোনো সড়ক ছিল না।

সড়কটি ভেঙে খালে পরিণত হয়েছে। সড়কটির অধিকাংশ জায়গায় ভেঙে যাওয়ার কারণে ওই ওয়ার্ডের কয়েক হাজার বাসিন্দা আটকা পড়েছে। পৌরসভার বালুজুড়ি, নোয়াপাড়া, রামচন্দ্রপুর, রামরায়গ্রাম পূর্ব বাইপাস ও সেনিরখিল সড়কগুলো ভেঙে গিয়ে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ার কারণে যান চলাচল বন্ধ রয়েছে। এতে করে ওই তিন ওয়ার্ডে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে।

বালুজুড়ি গ্রামের আলী আশরাফ নামে এক ব্যক্তি বলেন, ২১ আগস্ট রাতে টানা বৃষ্টি ও ভারতের উজানের পানির ঢলে ৯নং ওয়ার্ডের অধিকাংশ সড়কগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই রাতে পানির স্রোতে সড়কের অধিকাংশ জায়গা ভেঙে খালে পরিণত হয়েছে। এখন এই সড়কগুলো দিয়ে আমরা গ্রামবাসীরা চলা ফেরা করতে পারছি না। যান চলাচল বন্ধ থাকায় জনদুর্ভোগ আরও বৃদ্ধি পেয়েছে।

চৌদ্দগ্রাম পৌরসভার নির্বাহী প্রকৌশলী শাহিন শাহর হোসেন বলেন, টানা বৃষ্টি ও ভারতের উজানের পানি কারণে পৌরসভার ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সবগুলো সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়কগুলোকে নতুন করে আবার তৈরি করে নিতে হবে। আমরা এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করে যাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: বন্যা ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুক্রবার কোন কোন সময়ে মেট্রোরেল চলবে

বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১০ জন গবেষক

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৪৮ ফিলিস্তিনি নিহত

দীর্ঘ ১ মাস পর কর্ণফুলী পেপার মিলসের উৎপাদন চালু

চবিতে শহীদদের স্মরণে সাংস্কৃতিক সন্ধ্যা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯ সেপ্টেম্বর : নামাজের সময়সূচি

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় যাবেন না

সমাজ ও রাষ্ট্রের শত্রুরা ওত পেতে আছে

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ গ্রেপ্তার

১০

‘গণহত্যায় উসকানিদাতা কবি-সাহিত্যিক, সাংবাদিকদেরও বিচারের আওতায় আনা হবে’

১১

জাবিতে গণধোলাইয়ের শিকার সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু ঘিরে রহস্য

১২

বৈদেশিক ঋণ আবার ছাড়িয়েছে ১০০ বিলিয়ন ডলার

১৩

জাতিসংঘ শান্তিরক্ষা পদক পেলেন নৌবাহিনীর ২শ’ সদস্য

১৪

সিলেট জেলা ও মহানগর যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

১৫

জাহাঙ্গীরনগরে সাবেক ছাত্রলীগ নেতাকে গণপিটুনি, হাসপাতালে মৃত্যু

১৬

ডিপিডিসি কর্মকর্তা-কর্মচারী সমবায় সমিতির নতুন কমিটি

১৭

সংবিধান সংস্কার কমিশনের প্রধান হয়ে আলী রীয়াজের ফেসবুক স্ট্যাটাস

১৮

আলজাজিরার অনুসন্ধান / যুক্তরাজ্যে ৩৬০টি বাড়ি কিনেছেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী

১৯

রূপপুর পারমাণবিকের প্রথম ইউনিটে ডামি ফুয়েল লোডিং শুরু

২০
X