পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৪, ১০:৫০ পিএম
আপডেট : ২৯ আগস্ট ২০২৪, ১০:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

হাসপাতালের জরুরি বিভাগে থাকেন না চিকিৎসক

রাজবাড়ীর পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবন। ছবি : কালবেলা
রাজবাড়ীর পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবন। ছবি : কালবেলা

রাজবাড়ীর পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসক না থাকার অভিযোগ উঠেছে। এতে বিড়ম্বনায় পড়ছেন জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীরা। এদিকে চিকিৎসক সংকটে এমন অবস্থা হচ্ছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

এ উপজেলায় ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে। উপজেলা পরিসংখ্যান অফিসের তথ্য অনুযায়ী, উপজেলায় সর্বমোট জনসংখ্যা ২ লাখ ৭৪ হাজার ১১০। মোট জনসংখ্যার চিকিৎসার জন্য রয়েছে ৫০ শয্যার একটি সরকারি হাসপাতাল। এর আগে থেকেই এ হাসপাতালে রয়েছে চিকিৎসক সংকট। চিকিৎসকের তুলনায় রোগী বেশি হওয়ায় সেবা দিতে অনেক সময় হিমশিম খেতে হয় চিকিৎসকদের। তবে জরুরি বিভাগে চিকিৎসক না থাকার ঘটনা এর আগে ঘটেনি। সম্প্রতি হাসপাতালের বহির্বিভাগে রোগীর চাপ হওয়ায় এমন ঘটনা ঘটছে বলে হাসপাতালের একাধিক সূত্রে জানা গেছে।

হাসপাতালের এক কর্মচারী জানান, বিষয়টি খারাপভাবে নিলে হবে না। জরুরি বিভাগে প্রতিদিন হয়তো চার-পাঁচজন রোগী আসেন। কিন্তু বহির্বিভাগে প্রতিদিন ১৫০-২০০ রোগী চিকিৎসাসেবা নিতে আসেন। রোগীর দীর্ঘ সিরিয়াল লেগে থাকে। অনেক সময় রোগীরা ডাক্তার দেখানোর জন্য অপেক্ষায় থেকে অতিষ্ঠ হয়ে যান। এজন্য জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক বহির্বিভাগে রোগী দেখেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, জুনিয়র কনসালট্যান্ট ও মেডিকেল অফিসারসহ বিভিন্ন পদে হাসপাতালে চিকিৎসক থাকার কথা ১৭ জন। অথচ রয়েছেন মাত্র ছয়জন। এর মধ্যে একজন ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার পদে দায়িত্বে রয়েছেন। ফলে বহির্বিভাগে চিকিৎসাকালে জরুরি বিভাগে থাকছেন না চিকিৎসক।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মুক্তাদির আরেফিন জানান, হাসপাতালে চিকিৎসক সংকট রয়েছে। বহির্বিভাগে চিকিৎসাকালে জরুরি বিভাগে চিকিৎসক থাকছেন না। এ সময় জরুরি বিভাগে কোনো রোগী এলে বহির্বিভাগে দায়িত্বে থাকা চিকিৎসক এসে সেবা প্রদান করছেন। আমাদের হাসপাতালে আরও তিন-চারজন চিকিৎসকের পদায়ন হলে মাতৃত্বকালীন সেবাসহ অন্যান্য সেবা প্রদান করা সম্ভব হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪০ দিন ধরে বিছানায় কাতরাচ্ছেন গুলিবিদ্ধ ইয়াকুব

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের

এখনও ঢাকায় আসেনি জাতিসংঘের ‘ফ্যাক্ট ফাইন্ডিং দল’ 

এক দফা দাবিতে আন্দোলনে কৃষি ব্যাংকের ১০ম গ্রেডের কর্মকর্তারা 

মোহাম্মদ সাব্বিরের মৃত্যুতে কেন্দ্রীয় ছাত্রদলের শোক

পরকীয়ার জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ

তথ্যপ্রযুক্তি বিভাগে নতুন সচিব নিয়োগ

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ৩ জেলের মরদেহ উদ্ধার

স্বেচ্ছাসেবক দল নেতা খুন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিবাদ

বাংলাদেশের বিপক্ষে উইকেট বদলে ফেলছে ভারত?

১০

সেই সেনা সদস্যকে সম্মাননা প্রদান

১১

গুলিবিদ্ধের ৪০ দিন পর মারা গেলেন সাব্বির 

১২

জিন্নাহর মৃত্যুবার্ষিকী পালন নিয়ে যা বললেন নায়ক নাঈম

১৩

দুদিন ধরে বিদ্যুৎ নেই উপকূলে, বরফ সংকটে জেলেরা

১৪

‘দুই যুগ পর বিরেন্দ্র খালে প্রাণের সঞ্চার’

১৫

উত্তাল সাগর, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৬

খোলা আকাশের নিচে ঠিকানা প্রতিবন্ধী নজরুল ইসলামের

১৭

সরকারি অর্থের অপচয় কমানোর আহ্বান অর্থ উপদেষ্টার

১৮

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতির ৭ দিনের রিমান্ড চাইবে পুলিশ

১৯

খুলনায় পুজা উদযাপন পরিষদের বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

২০
X