রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৪, ০৫:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

মামলা প্রত্যাহারের দাবিতে পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করলেন বিএনপির নেতাকর্মীরা

মামলা দ্রুত প্রত্যাহারের দাবিতে রাজবাড়ীর পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করেছেন বিএনপির নেতাকর্মীরা। ছবি : কালবেলা
মামলা দ্রুত প্রত্যাহারের দাবিতে রাজবাড়ীর পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করেছেন বিএনপির নেতাকর্মীরা। ছবি : কালবেলা

আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন নাশকতা মামলাসহ বিভিন্ন সময়ে বিভিন্ন গায়েবি মামলাগুলো দ্রুত প্রত্যাহারের দাবিতে রাজবাড়ীর পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করেছেন বিএনপির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে রাজবাড়ী জেলা বারের সিনিয়র আইনজীবী ও জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি ও বিএনপির সব নিপীড়নমূলক মামলার পরিচালনাকারী আইনজীবী, নেকবর হোসেন মনিরের নেতৃত্বে পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করা হয় এবং বিএনপির নেতাকর্মীরা এ সময় স্লোগান দিতে থাকেন- মিথ্যা মামলা গুলিয়া নিতে হবে তুলিয়া, জেল জুলুম হুলিয়া নিতে হবে তুলিয়া। ঘেরাও ঘেরাও ঘেরাও হবে এসপি অফিস ঘেরাও হবে।

পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করার কিছুক্ষণ পর পুলিশ সুপার তার নিজ অফিস থেকে নিচে আসেন। এ সময় তার হাতে বিএনপি নেতাকর্মীদের নামে বিভিন্ন সময়ের মামলা হওয়ার একটি তালিকা দেখা যায় এবং এক সপ্তাহ সময় চেয়ে দ্রুত এই বিষয়টি সমাধানের আশ্বাস দেন পুলিশ সুপার, জি এম আবুল কালাম আজাদ। পুলিশ সুপারের আশ্বাসে স্লোগান দিয়ে পুলিশ সুপারের কার্যালয় ত্যাগ করেন নেতাকর্মীরা।

বিএনপির নেতাকর্মীরা বলেন, রাজবাড়ীতে ২০২২, ২০২৩ ও ২০২৪ সাল পর্যন্ত বিএনপির নেতাকর্মীদের নামে যতগুলো নিপীড়ন মূলত রাজনৈতিক স্বার্থে গায়েবি ও মিথ্যা মামলা হয়েছে। এই মামলাগুলো দ্রুত ফাইনাল পুলিশ তদন্ত রিপোর্ট দেওয়ার জন্য পুলিশ সুপারের কার্যালয় উপস্থিত হয়ে এ দাবি করলে পুলিশ সুপার এক সপ্তাহের মধ্যে সমস্ত মামলার ফাইনাল রিপোর্ট দেওয়ার আশ্বাস দেন। নেতাকর্মীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুতই মিথ্যা ও গায়েবি মামলাগুলো প্রত্যাহার না করলে আমরা লাগারতম কর্মসূচির ডাক দেবো।

রাজবাড়ী জেলা বারের সিনিয়র আইনজীবী ও জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি ও বিএনপির সব নিপীড়নমূলক মামলার পরিচালনাকারী আইনজীবী, নেকবর হোসেন মনি কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ফ্যাসিস হাসিনার আমলে রাজনৈতিক পরায়ণ হয়ে রাজনৈতিক উদ্দেশ্যে রাজবাড়ীতে নিপীড়ন মূলক গায়েবি যে সমস্ত অসত্য মামলা এই রাজবাড়ীতে তদন্তাধীন আছে। সেই সব মামলা অতি সত্তর যেনো তদন্ত করে এফার্ট্টি দেওয়া হয়। সে জন্য আমরা পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করেছি এবং পুলিশ সুপারের সঙ্গে স্বাক্ষাৎ করেছি। কারণ এসব মামলা দিয়ে এই বাংলাদেশে গণতন্ত্র মনা মুক্তিকামী ছাত্র জনতাকে বাক রুদ্ধ করে রেখেছিল।

তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্র জনতার ৩৬ দিনের লাগাতার আন্দোলনের মধ্য দিয়ে আবু সাইদ, মুগ্ধর মতো শত শত ছাত্রের রক্তের বিনিময়ে এই বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে। এই স্বাধীন ইতিহাসে ফ্যাসিস হাসিনার কোনো মামলা মকোরদমা থাকবে না। এই ফ্যাসিস্ট হাসিনাকে ফিরিয়ে আনার জন্যে যারা আবার পুনরায় ষড়যন্ত্র করছে তাদের প্রতি একটা ম্যাসেস দেওয়ার জন্য আজকে আমরা এসপি অফিস ঘেরাও করেছিলাম। ইতিপূর্বে আমরা রাজবাড়ীতে গায়েবি মামলার লিস্ট পুলিশ সুপারের কাছে জমা দিয়েছিলাম। কিন্তু তিনি অজ্ঞাত অদৃশ্য শক্তির কারণে এখনো আমাদের এই সমস্ত নিপীড়নমূলক গায়েবি মামলা এফার্ট্টি দেন নাই। আমরা স্বাধীন বাংলাদেশে আর কোনো অজুহাত শুনতে চাই না। আমরা সাত দিনের সময় দিয়েছি যদি তিনি এই সাত দিনের মধ্যে রাজবাড়ীতে তদন্তাধীন পাঁচটি থানার সকল নিপীড়ন মূলক গায়েবি মামলা প্রত্যাহার না করেন তাহলে আমরা আবার পুনরায় এসপি অফিস ঘেরাওসহ লাগাতার কর্মসূচি দিতে বাধ্য হবো।

রাজবাড়ীর পুলিশ সুপার, জি. এম আবুল কালাম আজাদ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, রাজবাড়ীতে বিভিন্ন সময়ে যে মামলা হয়েছে মোট ৫৫টি মামলা হয়েছে। তালিকা প্রস্তুত করার ইতিমধ্যে সংগ্রহ করেছি। দ্রুত এই বিষয় গুলো নিয়ে পুলিশ হেড কোয়ার্টারের মাধ্যমে এই মামলা গুলির তদন্ত কাজ শেষ করার কথা। তারপরও আমরা রাজবাড়ীতে ২০২২, ২০২৩ ও ২০২৪ সালে মোট ১৩ টি মামলা হয়েছে এই মামলাগুলোর ব্যাপারে আমি আজকে স্যারদের সঙ্গে কথা বলে চেষ্টা করবো এক সপ্তাহের মধ্যে দ্রুত বিষয়টি সমাধানের। আমাদের এটা নিয়ে কোনো ধরনের গাফিলতি নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে সড়ক অবরোধ, সেনাবাহিনীর হস্তক্ষেপে যানবাহন চালু

বিজিবির বাধায় মাটি কাটা বন্ধ করল বিএসএফ

অনলাইন ক্যাসিনো আসক্তি থেকে যুবকের আত্মহত্যা

আ.লীগের মিছিল নিয়ে রাশেদ খানের স্ট্যাটাস

কাভার্ডভ্যান চুরি করে ভাঙারি হিসেবে বিক্রি, গ্রেপ্তার ৩

নসরুল হামিদের ফ্ল্যাট-অ্যাপার্টমেন্ট জব্দ, ৭০ অ্যাকাউন্ট অবরুদ্ধ

বাবর-রিজওয়ানদের জন্য আবারও নতুন কোচের সন্ধানে পিসিবি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় রাজি ইরান!

পলিটেকনিক শিক্ষার্থীদের আলটিমেটাম

ধর্ষণের পর বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা

১০

সরকারি প্রতিষ্ঠানগুলো তেলাপোকা-কৃমি-কেঁচোতে আক্রান্ত : ব্যারিস্টার ফুয়াদ 

১১

নারী বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না পাকিস্তান

১২

‘হাসিনা-কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে গণহত্যার প্রমাণ মিলেছে’

১৩

সিইসির সঙ্গে বৈঠকে এনসিপি

১৪

আনন্দ-উল্লাসে আবুধাবিতে বাংলা নববর্ষ উদযাপিত

১৫

জ্বালানি খাতে ২৯ হাজার কোটি টাকা ঋণ শোধ করেছে সরকার

১৬

নারী পোশাক শ্রমিককে গলাকেটে হত্যা, স্বামী পলাতক

১৭

খুলনায় আ.লী‌গের ঝটিকা মিছিল, নেতাকর্মীদের খুঁজছে পুলিশ

১৮

মানুষের চোখে কখনো দেখা যায়নি এই রং, দাবি বিজ্ঞানীদের

১৯

সিলেটে টেস্ট / প্রথম সেশনে বাংলাদেশের ভালো শুরু, তবে বৃষ্টির হানা

২০
X