কথায় আছে কারও পৌষ মাস কারও সর্বনাশ। প্রবাদটির সঙ্গে মিলিয়ে ঠিক এমনটাই যেন ঘটল চট্টগ্রাম নগরের চিড়া, মুড়ি, ডিম, কাঁচামরিচসহ নিত্যপণ্যের বাজারে। বন্যার সুযোগকে কাজে লাগিয়ে এসব পণ্যে বেশি দামে বিক্রির অভিযোগে এবার চট্টগ্রাম নগরের ৪ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (২৮ আগস্ট) নগরের বক্সিরহাট বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক আনিসুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে চারটি প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন পাইকারি ও খুচরা আড়তে চিড়া, মুড়ি, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, আদাসহ নানা নিত্যপণ্যের বাজার তদারকি করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক আনিসুর রহমান জানান, অভিযানে চার প্রতিষ্ঠানকে জরিমানার পাশাপাশি বাকিদের সতর্ক করা হয়েছে। বন্যার সুযোগ নিয়ে যারা নিত্যপণ্যর বাজারে অস্থিরতা তৈরি করবে তাদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে। এসব পণ্য আগের দামে বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে।
মন্তব্য করুন