সুনামগঞ্জের জামায়াত-শিবির সন্দেহে উপজেলার অন্যতম পর্যটন স্পট টাঙ্গুয়ার হাওরে একটি পর্যটনবাহী নৌকা থেকে ৩১ জন বুয়েট শিক্ষার্থীসহ পর্যটককে গ্রেপ্তার করেছে তাহিরপুর থানা পুলিশ। এ সময় নৌকার দুই মাঝিকে আটক করা হলেও পরে ছেড়ে দেওয়া হয়।
রোববার (৩০ জুলাই) সন্ধ্যায় জামায়াত-শিবির কর্মী সন্দেহে তাদের আটকের পর গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
গ্রেপ্তার ৩১ জন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী বলে জানিয়েছেন তাহিরপুর থানার ওসি (তদন্ত) কাওসার আহমেদ কালবেলাকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, গ্রেপ্তারদের মধ্যে ৩১ জন বুয়েটের শিক্ষার্থী, একজন বাবুর্চি ও দুজন তাদের ছোট ভাই। আটকদের গ্রেপ্তার দেখিয়ে জেলা হাজতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন : সোনারগাঁয়ে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে আ.লীগের বিক্ষোভ মিছিল
পুলিশ সূত্র আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গুয়ার হাওরের একটি পর্যটনবাহী নৌকায় জামায়াত-শিবিরের কর্মীরা সংগঠিত হয়ে নাশকতার পরিকল্পনায় মিলিত হয়েছে বলে জানতে পেরে তাদের আটক করা হয়। পরবর্তীতে তাদের গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়। এ ছাড়া জিজ্ঞাসাবাদের আটক দুই মাঝিকে ছেড়ে দেয় পুলিশ।
এর আগে তাহিরপুর নৌপর্যটন সমিতির সভাপতি শাহিনুর তালুকদার কালবেলাকে জানান, রোববার থেকে সোমবার দুপুর পর্যন্ত পর্যটকদের সঙ্গে মাঝিদের আটকে রেখেছে পুলিশ। এখন পর্যন্ত পুলিশের সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। পর্যটকরা যদি জামায়াত-শিবির হয় তাতে মাঝিরা কীভাবে জানবে। মাঝিরা পর্যটকদের নিয়ে গেলে সংসার চলে। পর্যটকদের সঙ্গে তাদের আটকে রেখে অমানবিক কাজের কোনো মানে হয় না।
তবে এ ব্যাপারে তাহিরপুর থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেনের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলেও সম্ভব হয়নি।
উপজেলা জামায়াত ও শিবিরের নেতারা বলেন, বুয়েট থেকে আমাদের কিছু নেতাকর্মী হাওর ভ্রমণ করতে এসেছেন। পুলিশ আনন্দ ভ্রমণের সময় হঠাৎ তাদের ধরে থানায় নিয়ে আসে। সেখানে জামায়াত বা শিবিরের কোনো কর্মসূচি ছিল না।
মন্তব্য করুন