দেশের পূর্বাঞ্চলে বন্যাদুর্গত অসহায় মানুষের মাঝে টানা ৫ম দিনের মতো ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালনা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।
মঙ্গলবার (২৭ আগস্ট) নোয়াখালীর সোনাইমুড়িতে প্রায় ৫০০ পরিবারের মধ্যে এ সহায়তা পৌঁছে দেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নেতৃত্বাধীন একটি টিম।
নাছির জানান, ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, আলু, চিড়া, মুড়ি, তেল, পানি ও ওষুধ। বন্যা প্লাবিত পুরো এলাকায় ৬টি নৌকা দিয়ে দ্বারে দ্বারে গিয়ে ত্রাণ পৌঁছে দেওয়া হয়।
তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির গত কয়েকদিন ধরে ত্রাণ সহায়তা কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন। উল্লেখ, ইতোপূর্বে নোয়াখালীতে একদিনসহ লক্ষ্মীপুর ও কুমিল্লাতেও ছাত্রদল একই কর্মসূচি পালন করেছে।
মন্তব্য করুন