সাভার প্রতিনিধি
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৪, ০৩:০০ পিএম
অনলাইন সংস্করণ

আশুলিয়ায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

সাভারে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ। ছবি : কালবেলা
সাভারে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ। ছবি : কালবেলা

সাভারের আশুলিয়ায় উচ্চপদস্থ কর্মকর্তাদের দ্বারা অসৌজন্যমূলক আচরণ, ন্যায্যতার ভিত্তিতে ওভারটাইমের মজুরিপ্রাপ্তিসহ বিভিন্ন দাবিতে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কারখানার শ্রমিকরা।

মঙ্গলবার (২৭ আগস্ট) সকাল ৮টা থেকে পলাশবাড়ী এলাকায় মহাসড়কের উভয় লেন অবরোধ করে বিক্ষোভ করেন স্কাইলাইন গ্রুপ নামের পোশাক কারখানাটির শ্রমিকরা। তাদের সঙ্গে যোগ দিয়েছেন আরও অন্তত ৩টি কারখানার সহস্রাধিক শ্রমিক। এ সময় মহাসড়কটির উভয় লেনে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

শ্রমিকরা জানান, গত কয়েক মাস ধরেই নির্ধারিত সময়ের পরেও সরকারি ছুটির দিনসহ অন্যান্য দিনে তাদের কাজ করানো হলেও তাদের ন্যায্য ওভারটাইমের টাকা পরিশোধ করছে না কারখানা কর্তৃপক্ষ। এ ছাড়া কর্মকর্তারা তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। এতে দীর্ঘদিন ধরে শ্রমিকরা মানসিক ও শারীরিকভাবে আক্রান্ত হচ্ছেন। দীর্ঘদিন বঞ্চিত হওয়ায় বাধ্য হয়ে তারা আজ মহাসড়ক অবরোধ করেছেন।

পরে বেলা সাড়ে ১১টার দিকে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

এদিকে মহাসড়কে পাশে সাদমান টাওয়ার থেকে জনৈক ব্যক্তি মোবাইল দিয়ে আন্দোলনের ফুটেজ সংগ্রহ করলে বিক্ষুব্ধ শ্রমিকরা ওই ভবনের ২য় তলায় অবস্থিত আশুলিয়া সহকারী (ভূমি) রাজস্ব সার্কেলের কার্যালয়ের ভবনের বাইরের গ্লাস ভাঙচুর করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালবেলাকে সহকারী কমিশনার (ভূমি) শাহ মো. জুবায়ের বলেন, এটা বিচ্ছিন্ন ঘটনা। আমার মনে হচ্ছে। শ্রমিকরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ হামলার ঘটনা ঘটায়নি। আমাদের ভবন থেকে কেউ একজন ভিডিও করছিল সে কারণে বিক্ষুব্ধ শ্রমিকরা কিছু ইট-পাটকেল নিক্ষেপ করলে আমাদের ভবনের কাচ ভেঙে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক স্কাইলাইন কারখানার এক নারী শ্রমিক বলেন, কারখানার ৭ তলায় শ্রমিকদের নিয়মিত নির্যাতন করা হয়। কাজের টার্গেট পূরণ করতে ব্যর্থ হলেই শ্রমিকদের মারধর করে। এ ছাড়া জোরপূর্বক ওভারটাইম করানো হলেও ন্যায্যতার ভিত্তিতে কোনো পারিশ্রমিক দেওয়া হয় না।

এ বিষয়ে স্কাইলাইন পোশাক কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

শিল্পপুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, শ্রমিকরা মহাসড়কের দুই পাশে কয়েক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পরে সেনাবাহিনী এবং পুলিশের মধ্যস্থতায় শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরসরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় তরুণীসহ নিহত ২

মেহেরপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক গ্রেপ্তার

শহীদদের স্বপ্ন বাস্তবায়নে জনগণ জামায়াত প্রার্থীকে বিজয়ী করবে : শাহজাহান চৌধুরী

‘আমি নিজে কিছু করিনি’, পুলিশের জিজ্ঞাসাবাদে ছোট সাজ্জাদ

সাভারে চলন্ত বাসে ছিনতাই

হাসপাতালে সন্তান জন্ম দিলেন ‘মানসিক ভারসাম্যহীন’ নারী

১৮ ভরি সোনা পেয়েও ফিরিয়ে দিলেন সিএনজিচালক খায়রুল

পরিত্যক্ত কৃষি দপ্তরের ৬ বিএস কোয়ার্টার, দখলে মাদকসেবীরা

‘সংখ্যালঘুদের ঘর-বাড়ি-সম্পদ রক্ষায় বিএনপি পাশে ছিল’

আ.লীগের টাকার লোভে না পড়তে দলীয় নেতাদের হুঁশিয়ারি শামা ওবায়েদের

১০

ভারত সরকার বাংলাদেশের জনআকাঙ্ক্ষার পক্ষে থাকবে, আশা রাষ্ট্রদূত আনসারীর

১১

মাথায় গুলি নিয়েই মারা গেলেন জুলাই আন্দোলনে আহত হৃদয়

১২

ফ্লাইওভারে গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, ছিটকে পড়ে নিহত ২

১৩

পরিচয় মিলল রাস্তায় পড়ে থাকা সেই কার্টনভর্তি খণ্ডিত লাশের

১৪

মার্কিন পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা করল চীন

১৫

‘বস’ সম্বোধন করে ড. ইউনূসকে উপদেষ্টা আসিফের ধন্যবাদ

১৬

মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধ থাকলে কেউ জুলুম চালাতে পারবে না : ইরান

১৭

দেশে ফিরেছেন ড. মুহাম্মদ ইউনূস

১৮

মিয়ানমারের ভূমিকম্পে / পরিবারকে বাঁচাতে ৬০০ ফুট নিচে ঝাঁপ দিলেন বাবা

১৯

ড. ইউনূস-মোদির বৈঠককে যেভাবে দেখছেন মির্জা ফখরুল

২০
X