পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, চাঁদা পকেট থেকে যখন যায় তখন খুব কষ্ট হয়। নিজেরও কষ্ট হয়। এগুলো হওয়া ঠিক না। চাঁদা বন্ধ হওয়া দরকার। শান্তি-শৃঙ্খলা ফিরে আসা দরকার। মানুষের জীবনে সুখ ফিরে আসা দরকার।
সোমবার (২৬ আগস্ট) দুপুরে বান্দরবান পার্বত্য জেলায় কর্মরত জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন, পুলিশ সুপার সৈকত শাহীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরা, পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. মাসুম বিল্লাহসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, সমতলে যেভাবে শিক্ষা হচ্ছে, এখানে হচ্ছে না। আমাদের ছেলেমেয়েরা কোথাও কোনো প্রতিযোগিতায় টিকতে পারছে না। মানুষকে সকাল-বিকাল খেয়ে থাকতে হবে। জীবনমান ভালো হলে তাদের ছেলেমেয়েরা সুস্বাস্থ্যের অধিকারী হবে এবং শিশুরা ভালো স্কুল-কলেজে যেতে পারবে। সুতরাং জীবনমান উন্নয়ন করা দরকার।
পাহাড়ের পরিবেশ সম্পর্কে বলতে গিয়ে উপদেষ্টা বলেন, এ এলাকায় পুরো দেশের জন্য ৪৪ শতাংশ অক্সিজেন আমরা তৈরি করি। এখন এলাকায় ৪৪ শতাংশ অক্সিজেন তৈরি করতে পারছে না। গুণগত শিক্ষা, জীবনমান উন্নয়ন এবং পরিবেশ এ এলাকার জন্য খুবই জরুরি।
পাহাড়ের রাজবন্দিদের মুক্তির বিষয়ে তিনি বলেন, তাদের মুক্ত হওয়া দরকার। তবে এখানে কোনো আইনগত জটিলতা আছে কিনা সেটা দেখা দরকার।
প্রসঙ্গত, অন্তর্বর্তীকালীন সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর এ প্রথম একদিনের সরকারি সফর করেন তিনি। দিনব্যাপী জেলাপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা, সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় সভাসহ বিভিন্ন দল ও সংগঠনের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
মন্তব্য করুন