জয়পুরহাটে সনাতন হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (২৬ আগস্ট) দুপুরে জয়পুরহাট শহরের হরিবাসর চত্বর থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হরিবাসর চত্বরে গিয়ে শেষ হয়।
জয়পুরহাট জেলা সর্বজনীন কেন্দ্রীয় শিব মন্দির কমিটির আয়োজনে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শঙ্খধ্বনির মাধ্যমে পরমেশ্বরের জাগরণ হয়। সকালে গীতাপাঠ ও প্রাত সংকীর্তন অনুষ্ঠিত হয়। হরিবাসর চত্বরে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বেলা ১১টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জয়পুরহাট সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত লে. কর্নেল জুবায়ের শফিক। বিশেষ অতিথি ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মহীউদ্দীন জাহাঙ্গীর, বিএনপির রাজশাহী বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, শিব মন্দির কমিটির সাধারণ সম্পাদক রাজ কুমার খেতান, জয়পুরহাট হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সদস্য সচিব অ্যাডভোকেট স্বপন কুমার তালুকদার।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সর্বজনীন কেন্দ্রীয় শিব মন্দির কমিটির সভাপতি রতন কুমার খাঁ। জয়পুরহাট জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি হৃষিকেশ সরকার মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে কর্মসূচির উদ্বোধন করেন।
এ দিকে জয়পুরহাট জেলা বিএনপির কার্যালয়ে ধর্ম যার যার রাষ্ট্র সবার এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিএনপি নেতাদের অংশগ্রহণে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উৎপল কুমার সরকার।
মন্তব্য করুন