সাতক্ষীরার আশাশুনিতে যথাযথ মর্যাদায় সনাতন ধর্মাবলম্বীদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি, তথা শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার (২৬ আগস্ট) বেলা ১১টায় আশাশুনি সরকারি হাই স্কুল প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আশাশুনি উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নীলকণ্ঠ সোমের সভাপতিত্বে ও পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রনজিত কুমার বৈদ্যের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়।
উদ্বোধক হিসেবে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সেবায়েত ও পুরোহিত প্রশিক্ষক মেধস কুমার ও প্রধান বক্তা হিসেবে ভগবত আলোচক বিল্লমঙ্গল দেবনাথ আলোচনা উপস্থাপন করেন।
এ সময় অন্যদের মধ্যে উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা নুরুল আফসার মুর্তজা, উপজেলা বিএনপির আহ্বায়ক স ম হেদায়েতুল ইসলাম, পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা রাজ্যেশ্বর দাস, সহসভাপতি অধ্যাপক সুবোধ চক্রবর্তী, অধ্যক্ষ চিত্তরঞ্জন ঘোষ, আশাশুনি প্রেস ক্লাবের সভাপতি জিএম আল ফারুক, আশাশুনি রিপোর্টার্স ক্লাবের সভাপতি রাবিদ মাহমুদ চঞ্চল, কালীপদ রায়, প্রধান শিক্ষক কালি কিংকর হালদার, প্রভাষক রতন অধিকারী, মিলন মণ্ডল, বিশিষ্ট সমাজসেবক বিভাস দেবনাথ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আহ্বায়ক গোপাল কুমার মণ্ডল, পরেশ অধিকারী, সদর কালী মন্দিরের সভাপতি দীপন কুমার মণ্ডল, সাধারণ সম্পাদক বরুণ মণ্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন