শিক্ষার্থীদের তোপের মুখে পদত্যাগ করতে বাধ্য হলেন নারায়ণগঞ্জের সোনারগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ আশরাফুজ্জামান অপু ও একই কলেজের সহকারী অধ্যক্ষ তার সহধর্মিণী খন্দকার দিল আফরোজা।
রোববার (২৫ আগস্ট) দুপুর ৩ টার দিকে পদত্যাগপত্রে স্বাক্ষর করেন নানা অভিযোগে অভিযুক্ত এই শিক্ষক ও শিক্ষিকা।
অধ্যক্ষের পদত্যাগের দাবিতে গেল কয়েক দিন ধরেই ছাত্র-ছাত্রীরা আন্দোলন করছেন। রোববার সকাল থেকে আন্দোলন প্রকট আকার ধারণ করে। সকাল থেকেই ছাত্র-ছাত্রীরা অধ্যক্ষকে তার কক্ষে অবরুদ্ধ করে রাখেন। পরে দুপুর ৩টার দিকে বাধ্য হয়ে অধ্যক্ষের পদ থেকে অব্যাহতি নেন আশরাফুজ্জামান অপু ও সহকারী অধ্যক্ষ তার সহধর্মিণী খন্দকার দিল আফরোজা।
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে এদিন কলেজের অফিস সহকারী সমালোচিত জাহাঙ্গীর ক্যাম্পাস থেকে দৌড়ে পালিয়ে যান।
অধ্যক্ষ আশরাফুজ্জামান অপু ও তার সহধর্মিণী খন্দকার দিল আফরোজা আওয়ামী লীগ পন্থি এবং তারা নানা অনিয়ম-দুর্নীতিতে জড়িত ছিলেন বলে অভিযোগ করে, তাদেরকে আর এই শিক্ষাপ্রতিষ্ঠানে দেখতে চান না বলে জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।
এসময় জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীব জানান, পরিস্থিতি অস্থিতিশীল হওয়ার খবর পেয়ে তিনি কলেজে যান। এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে তাদের পদত্যাগের জন্য অনুরোধ করেন৷ পরে পদত্যাগপত্র জমা দিলে পরিস্থিতি অনুকূলে আসে বলে জানান তিনি।
মন্তব্য করুন