নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৪, ১১:১৩ পিএম
অনলাইন সংস্করণ

নওগাঁয় বিএনপি অফিসে আগুন

নওগাঁর রানীনগর উপজেলা বিএনপি কার্যালয়ে আগুন। ছবি : কালবেলা
নওগাঁর রানীনগর উপজেলা বিএনপি কার্যালয়ে আগুন। ছবি : কালবেলা

নওগাঁর রানীনগর উপজেলা বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (২৩ আগস্ট) রাতের আঁধারে উপজেলা বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির ওই অফিসে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে আওয়ামী লীগের নেতাকর্মীরা অফিসে অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির নেতাকর্মীরা। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে রোববার (২৫ আগস্ট) সকালে উপজেলা বিএনপি ও তার সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন।

দলীয় কার্যালয়ে আগুনের ঘটনায় আওয়ামী লীগকে দায়ী করে রানীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক উজ্জ্বল হোসেন বলেন, আমরা যদি আওয়ামী লীগের অতীত ইতিহাস দেখি, তাহলে তারা বিভিন্ন বাড়িতে রাতের অন্ধকারে গিয়ে অগ্নিসংযোগ ও লুটপাট করেছে। বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে খুন ও গুম করেছে। তারই বহিঃপ্রকাশ হিসেবে আবারও জানান দিতে আমাদের দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে। সেজন্য আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

রানীনগর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোসারব হোসেন বলেন, রোববার সকালে নেতাকর্মীদের মাধ্যমে খবর পাই উপজেলা কার্যালয়ে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে। এতে পার্টি অফিসে থাকা জিয়াউর রহমান, খালেদা জিয়ারসহ বেশ কয়েকটি ছবি, ব্যানার এবং প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে গেছে। এ ছাড়া ইটের দেয়াল ও চেয়ার ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

তিনি অভিযোগ করে আরও বলেন, শান্তিপূর্ণ পরিবেশকে অস্থিতিশীল করার জন্য আওয়ামী সন্ত্রাসীরা এ অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় আমরা উপজেলা বিএনপির পক্ষ থেকে আইনগত ব্যবস্থা চেয়ে মামলা করব।

এ বিষয়ে রানীনগর থানার (ভারপ্রাপ্ত) ওসি মো. মেহেদী মাসুদ বলেন, খবর পেয়ে সেনাবাহিনীসহ আমরা বিএনপির অফিস পরিদর্শন করেছি। এ পর্যন্ত থানায় কোউ কোনো অভিযোগ বা মামলা করেনি। অভিযোগ বা মামলা দায়ের করা হলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিএনপি অফিসে অগ্নিসংযোগের বিষয়টি অবগত আছি জানিয়ে নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) গাজিউর রহমান মোবাইল ফোনে কালবেলাকে বলেন, খবর পেয়ে সেখানে পুলিশ গিয়েছিল। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরকীয়ার জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ

তথ্য প্রযুক্তি বিভাগে নতুন সচিব নিয়োগ

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ৩ জেলের মরদেহ উদ্ধার

স্বেচ্ছাসেবক দল নেতা খুন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিবাদ

বাংলাদেশের বিপক্ষে উইকেট বদলে ফেলছে ভারত?

সেই সেনা সদস্যকে সম্মাননা প্রদান

গুলিবিদ্ধের ৪০ দিন পর মারা গেলেন সাব্বির 

জিন্নাহর মৃত্যুবার্ষিকী পালন নিয়ে যা বললেন নায়ক নাঈম

দুদিন ধরে বিদ্যুৎ নেই উপকূলে, বরফ সংকটে জেলেরা

‘দুই যুগ পর বিরেন্দ্র খালে প্রাণের সঞ্চার’

১০

উত্তাল সাগর, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১১

খোলা আকাশের নিচে ঠিকানা প্রতিবন্ধী নজরুল ইসলামের

১২

সরকারি অর্থের অপচয় কমানোর আহ্বান অর্থ উপদেষ্টার

১৩

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতির ৭ দিনের রিমান্ড চাইবে পুলিশ

১৪

খুলনায় পুজা উদযাপন পরিষদের বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

১৫

বিশ্বকাপে আর্জেন্টিনার বড় হার, শেষ আটে ব্রাজিল

১৬

সাতক্ষীরায় হাতুড়ি পেটায় বুদ্ধিপ্রতিবন্ধী তরুণী নিহত

১৭

অবশেষে মালাইকার পাশে দাঁড়ালেন সালমান

১৮

ফিফার প্রচারণায় বাংলাদেশের গান ‘যাদুর শহর’

১৯

এক দফা দাবিতে নার্সদের মানববন্ধন

২০
X