মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১
ডেমরা (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৪, ১১:০২ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্র বিক্ষোভে পালিয়ে বেড়াচ্ছেন প্রধান শিক্ষক

রাজধানীর ডেমরার হাজি মোয়াজ্জেম আলী উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. আফতাব উদ্দিন চৌধুরীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি : কালবেলা
রাজধানীর ডেমরার হাজি মোয়াজ্জেম আলী উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. আফতাব উদ্দিন চৌধুরীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি : কালবেলা

শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে গত ১১ দিন ধরে বিদ্যালয়ে আসছে না রাজধানীর ডেমরার হাজি মোয়াজ্জেম আলী উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. আফতাব উদ্দিন চৌধুরী। এতে স্কুলটিতে শিক্ষা কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে বলে অভিযোগ ওঠেছে। এদিকে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে প্রতিদিনই ওই বিদ্যালয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অব্যাহত রেখেছে শিক্ষক-শিক্ষার্থীরা। এরইমধ্যে শিক্ষকরা কর্মবিরতি কর্মসূচিও পালন করেছেন। রোববারও (২৫ আগস্ট) যথারীতি শিক্ষার্থী ও শিক্ষকরা বিদ্যালয়ের প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ করেছে।

বিক্ষোভে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীসহ অভিভাবকরা উপস্থিত ছিলেন। বিক্ষোভকারীরা জানায়, ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, অতিরিক্ত টাকা আদায়, স্বেচ্ছাচারিতা, রাজনৈতিক প্রভাব খাটানোসহ নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ রয়েছে। এ সময় ছাত্রছাত্রীরা ‘দফা এক দাবি এক, আফতাবের পদত্যাগ’ সহ নানা স্লোগানে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবি জানায়।

আগামীতে তারা ডেমরা যাত্রাবাড়ী সড়ক ও থানা ঘেরাও করবে বলে জানা গেছে।

শিক্ষার্থীরা জানায়, আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে অত্র প্রতিষ্ঠানের কয়েকজন শিক্ষকসহ সিন্ডিকেট করে নানা অনিয়ম দুর্নীতি শুরু করেন আফতাব উদ্দিন। শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়, বিনা রশিদে অর্থ আদায়, ভুয়া বিল করে টাকা আত্মসাত, কোচিং বাণিজ্য, উপবৃত্তির শিক্ষার্থী নির্বাচনে অনিয়মসহ নানা অনিয়ম দুর্নীতি করেছেন তিনি। এ ছাড়াও প্রধান শিক্ষক কখনো শ্রেণি কক্ষে পাঠদান করতেন না। এমনকি কেউ তার বিরুদ্ধে প্রতিবাদ করলে তাকে শাস্তিমূলক ‘টিসি’ প্রদান করতেন। অভিভাবকদের সঙ্গেও দুর্ব্যবহার করতেন ওই প্রধান শিক্ষক।

এ বিষয়ে বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি শাহাদাৎ মাওলানা বলেন, বিষয়টি নিয়ে গত ১০ দিন ধরে বিক্ষোভ অব্যাহত রেখেছ সংশ্লিষ্টরা। প্রধান শিক্ষকের অর্থ আত্মসাৎ নিয়ে তিনি বলেন,আমি দায়িত্ব পাওয়ার পর কোনো অনিয়ম হয়নি।

এ বিষয়ে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মো. আফতাব উদ্দিন চৌধুরী বলেন, আমার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগের বিষয়টি একেবারেই মিথ্যা। ব্যক্তি আক্রোশে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। বর্তমানে অসুস্থ থাকায় স্কুলে আসতে পারছি না। বিদ্যালেয়ের শিক্ষিকা নাজমাকে প্রধান শিক্ষকের চেয়ারে বসার জন্য একটি মহল ইন্ধন দিচ্ছে। প্রতিষ্ঠানের সভাপতির তত্ত্বাবধানে সব কিছু করেছি তাই এখানে অনিয়মের সুযোগ নেই। আর বিষয়টি নিয়ে তদন্ত করলে সব সত্য বেরিয়ে আসবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালবেলায় সংবাদ প্রকাশের পর প্রতিবন্ধী রনি পেল হুইলচেয়ার

শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার হতে হবে : আবু হানিফ

ক্রীড়াবিদ শওকত আলীর স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল

শাহরিয়ার কবির গ্রেপ্তার

সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন গ্রেপ্তার

রাসূল (স.) আদর্শ ধারণ করে নিজেকে গড়ে তুলতে হবে

ঝিনাইদহে নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

সাবেক রেলমন্ত্রী সুজনের গ্রেপ্তারের খবরে বিএনপির আনন্দ মিছিল

মানিকগঞ্জে ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

ভূমি উপদেষ্টার পরিদর্শন, হয়রানি ছাড়া নামজারি খতিয়ান পেয়ে উৎফুল্ল নাজিম  

১০

চট্টগ্রামে জশনে জুলুশে মানুষের ঢল  

১১

বন্যা পরবর্তী প্রাণী চিকিৎসায় বাকৃবি শিক্ষার্থীরা

১২

‘দুনিয়া ও আখিরাতে মুক্তির জন্য রাসুল (সা.)-এর আদর্শ অনুসরণ করতে হবে’

১৩

নার্সের ভুলে ৩ দিনের শিশুর মৃত্যুর অভিযোগ

১৪

‘স্মরণকালের সবচেয়ে বড় গণসমাবেশ’ করার প্রস্তুতি বিএনপির

১৫

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

রাত ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

১৭

সিরাজগঞ্জে কবরস্থানে মিলল অস্ত্র ও গুলি

১৮

সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জামায়াতের নায়েবে আমিরের মতবিনিময়

১৯

২৮ থেকে ৪২তম বিসিএসের বঞ্চিত সেই ক্যাডাররা ফের বঞ্চনার শিকার

২০
X