মুন্সীগঞ্জের সিরাজদিখানে নাসির শেখ নামে এক মাছ ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (২৪ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে মালখানগর ইউনিয়নের মালামত গ্রামে নিজ বাড়িতে যাওয়ার সময় গুলি করে হত্যা করা হয় তাকে।
নিহত নাসির শেখ মালামত গ্রামের মৃত সামাদ শেখের ছেলে এবং পেশায় একজন মাছ ব্যবসায়ী।
নিহতের ভাই সেলিম শেখ বলেন, জমিসংক্রান্ত বিরোধের জেরে নাসিরকে গুলি করে হত্যা করা হয়েছে। পরিকল্পিতভাবে আমাদের গ্রামের নুরু শেখের দুই ছেলে বাবু ও নয়ন মিলে আমার ভাইকে গুলি করে হত্যা করেছে।
সিরাজদিখান থানার ওসি মো. মুজাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছি। মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
মন্তব্য করুন