গাজীপুরে অবস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০০৩-০৪ সালে নিয়োগপ্রাপ্ত ৯৮৮ জন কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকদের চাকরি পুনর্বহালের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
রোববার (২৫ আগস্ট) সকালে গাজীপুরের জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চাকরিচ্যুতরা এ সমাবেশের আয়োজন করেন। বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।
পরে জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চাকরির রক্ষা কমিটির মহাসচিব মো. মিয়া হোসেন রানার সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের নেতা ও অন্যান্য বক্তারা। এ সময় চাকরিচ্যুতরা তাদের চাকরি শিগগিরই পুনর্বহালের দাবি জানান।
এতে বক্তব্য রাখেন অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এনামুল করিম, শিক্ষক সমিতির সাবেক সভাপতি ফকির রফিকুল আলম, মো. আবু হানিফ খন্দকার, মো. তারিকুল ইসলাম, আমিনুল আক্তার, শফিউল করিম শফিক আলমগীর হোসেন , আফজাল হোসেন, আব্দুল মতিন, রবিউল ইসলাম ও মিয়াজউদ্দিন।
মন্তব্য করুন