সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৪, ০৪:৩২ এএম
আপডেট : ২৫ আগস্ট ২০২৪, ০৭:৩৭ এএম
অনলাইন সংস্করণ

গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা.নাজিম উদ্দীনের পদত্যাগ

ভিত্তিক মেডিকেল কলেজ গণস্বাস্থ্য কেন্দ্রের শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি : কালেবেলা
ভিত্তিক মেডিকেল কলেজ গণস্বাস্থ্য কেন্দ্রের শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি : কালেবেলা

অনেক নাটকীয়তার পর অবশেষে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বাধ্য হয়ে পদত্যাগ করেছেন সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. নাজিম উদ্দীন সরকার।

শনিবার (২৪ আগস্ট) দুপুরের পর কয়েক ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পদত্যাগ পত্রে স্বাক্ষর করে সেনাবাহিনী এবং পুলিশের সহায়তায় গণস্বাস্থ্য কেন্দ্র ত্যাগ করেন তিনি।

সাধারণ শিক্ষার্থীরা জানান, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা.জাফরুল্লাহ চৌধুরী মারা যাওয়ার পর থেকে চলমান ট্রাস্টি সংক্রান্ত জটিলতায় ভুগছিলে সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ গণস্বাস্থ্য হাসপাতাল। ট্রাস্টি সদস্যদের সেচ্ছাচারিতায় প্রতিষ্ঠানটির সেবা ও শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছিলো চরমভাবে। এ জটিলতার সমাধানে সাধারণ শিক্ষার্থীরা ট্রাস্টি বোর্ড পুনর্গঠন ও গণস্বাস্থ্য কেন্দ্রটির সংস্কারের দাবি জানিয়ে আসছিল দীর্ঘদিন ধরে।

এর আগে ট্রাস্টি বোর্ড পুনর্গঠন ও গণস্বাস্থ্য সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে গণস্বাস্থ্য কেন্দ্রের কেন্দ্রীয় কাউন্সিল ও সাধারণ শিক্ষার্থীরা।

শনিবার বেলা ১১টায় প্রতিষ্ঠানের মুল ফটকের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে তারা।

আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থী ডা. ইউছুফ ইসলাম চৌধুরী বলেন, ট্রাস্টি ডা. নাজিম উদ্দীন সরকারের পদত্যাগের পর গণস্বাস্থ্য হাসপাতালে স্বস্তি ফিরে এসেছে। এই পদত্যাগের মধ্য দিয়ে সাধারণ শিক্ষার্থীদের প্রাণের দাবি এবং দীর্ঘদিনের চাওয়ার বাস্তবায়ন হয়েছে। এখন নির্দিষ্ট সময়ে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে স্যার ম্যাডামদের সঙ্গে আলোচনা সাপেক্ষে গণস্বাস্থ্যকেন্দ্রের ট্রাস্টি বোর্ডের পুনর্গঠন এবং সংস্কার করা হবে।

সাধারণ শিক্ষার্থী ডা ইউছুফ ইসলাম চৌধুরী সংক্ষিপ্ত বক্তব্যে আরও বলেন, স্বৈরাচারী সরকার শেখ হাসিনার সরকারের সময় যারা এই গণস্বাস্থ্য কেন্দ্রে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত করতে চেয়েছিলো এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাধারণ শিক্ষার্থীরা যোগদানের কারণে যারা শিক্ষার্থীদের সঙ্গে বৈরী আচরণ করেছেন দিয়েছেন বিভিন্ন হুমকি ধমকি, তাদেরকে আজ থেকে আমরা এই ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করলাম।

বক্তব্যে ডা. ইউছুফ ইসলাম চৌধুরী হুঁশিয়ারি উচ্চারণ করে আরও বলেন, যদি কোন শিক্ষার্থীর গায়ে রক্ত ঝরে তাহলে এর পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ। শিক্ষার্থীদের গায়ে হাত দিলে কি হয় তার পরিণতি হাসিনা সরকারও দেখেছে আপনারা যারা হাসিনার ধূসর রয়েছেন তারাও বাদ যাবেন না।

বিক্ষোভ মিছিল থেকে ক্ষোভ প্রকাশ করে সাধারণ শিক্ষার্থীরা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আহত শিক্ষার্থীদের চিকিৎসা প্রদানে বাধা প্রদান করেন ছাত্রলীগ সমর্থিত কিছু কর্মকর্তা-কর্মচারী। আমরা তাদের অপসারণ দাবি করি। যত দ্রুত সম্ভব শেখ হাসিনা সরকারের ধূসরদের সমাজভিত্তিক মেডিকেল কলেজ গণস্বাস্থ্য কেন্দ্র থেকে অপসারণ করা হবে।

এদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একত্বতা ঘোষণা করে সমাজভিত্তিক মেডিকেল কলেজ গণস্বাস্থ্য কেন্দ্রের শিক্ষকরা অভিযোগ করে বলেন, আমরা শিক্ষকরাও বিভিন্ন সময় বঞ্চনা এবং নিগ্রহের শিকার হয়েছি। এখানে স্বৈরশাসক শেখ হাসিনার ধূসররা বিভিন্ন সময় অন্যায় ভাবে শিক্ষকদের সঙ্গেও করেছে অসম আচরণ। আজ ট্রাস্টি ডা.নাজিম উদ্দিন সরকার এর পদত্যাগের মধ্য দিয়ে সাধারণ শিক্ষার্থী এবং শিক্ষকদের দীর্ঘদিনের প্রাণের দাবির বাস্তবায়ন ঘটেছে। এখন ট্রাস্টি বোর্ড পুনর্গঠন শেষে সুষ্ঠু এবং সুন্দরভাবে হাসপাতালটি পরিচালনা করে ডা.জাফরুল্লাহ চৌধুরী স্যারের স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে কাজ করাই হবে আমাদের সবার প্রধান লক্ষ। সমাজ ভিত্তিক হাসপাতাল গণস্বাস্থ্য কেন্দ্রকে যদি চাটুকার এবং অসাধু ব্যক্তিদের হাত থেকে রক্ষা করা যায় তাহলে এই হাসপাতালকে একদিন বিশ্বের প্রথম সারির হাসপাতালে পরিণত করাও সম্ভব।

দীর্ঘ আন্দোলন সংগ্রাম এবং ত্যাগ তিতিক্ষার পরে সাধারণ শিক্ষার্থী এবং শিক্ষকদের চাওয়ার বাস্তবায়ন ঘটায় সন্তোষ প্রকাশ করেন আন্দোলনকারী ছাত্র শিক্ষকরা। তারা বলছেন এখন তাদের একটাই স্বপ্ন ডা. জাফরুল্লাহ চৌধুরীর দেখা অপূর্ণ স্বপ্নগুলোকে বাস্তবায়নের মাধ্যমে সমাজসেবা ভিত্তিক মেডিকেল কলেজ গণস্বাস্থ্য কেন্দ্রকে সাধারণ মানুষের হৃদয়ে বাঁচিয়ে রাখা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্রুত সেরে উঠুক আশিক রহমান, কামনা রাষ্ট্রদূত মুশফিকের 

অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ সুবিচার নিশ্চিত করা : আসিফ নজরুল

ধার-দেনা করে আলু চাষ, লাভের বদলে কাঁধে ঋণের চাপ

যে শঙ্কায় পদত্যাগের সিদ্ধান্ত নেন টিউলিপ

তিন কোটি টাকা মূল্যের গাড়ি আত্মসাৎ, গ্রেপ্তার ৫

দাবানলে ৬০ লাখের বেশি মানুষ মারাত্মক ঝুঁকিতে

সরাইলে বিএনপির নতুন কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল

মানিকগঞ্জে নিজ বাড়িতে নারীকে গলা কেটে হত্যা 

ভৈরবে আ.লীগ কার্যালয় থেকে যুবকের মরদেহ উদ্ধার

আন্দোলন-ধর্মঘটে ‘কার্যত অচল’ রাবি, ব্যাহত শিক্ষার পরিবেশ

১০

রাজবাড়ীতে জমি বন্ধক নিয়ে গাঁজা চাষ, চাষি আটক

১১

টিউলিপের বিরুদ্ধে ব্রিটিশ তদন্ত প্রতিবেদনে যা ছিল

১২

নারী উদ্যোক্তা তনির স্বামী মারা গেছেন

১৩

ভারত থেকে এলো ২৪৫০ টন চাল

১৪

নারায়ণগঞ্জে আগুনে পুড়ল দুই কারখানা

১৫

উপসচিব বিতর্ক এবং আন্তঃক্যাডার বৈষম্যের বাস্তবতা 

১৬

কিশোরগঞ্জে হাসপাতালে ভুল ইনজেকশনে ২ রোগীর মৃত্যু

১৭

আবারও আসছে শৈত্যপ্রবাহ

১৮

দক্ষিণ এশিয়ায় সবচেয়ে শক্তিশালী মালদ্বীপের পাসপোর্ট

১৯

কুয়াশা ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা

২০
X