রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক- অসাম্প্রদায়িক ও মানবিক রাষ্ট্র বিনির্মাণের দাবিতে শেরপুরের ঝিনাইগাতীতে সুজনের উদ্যোগে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার (২৪ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ২৭ দফা দাবি আদায়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
সুজনের ঝিনাইগাতী উপজেলা শাখার সভাপতি মো. রেজাউল করিমের সভাপতিত্বে সংগঠনের সম্পাদক মেহেদী হাসান হালিম, প্রভাষক আবু বক্কর সিদ্দিক, হারুনুর রশিদ, মোবারক হোসেন, শাহিন তালুকদার প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় সুজন উপজেলা কমিটির সর্বস্তরের সদস্যরা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, গণতান্ত্রিক- অসাম্প্রদায়িক ও মানবিক রাষ্ট্র বিনির্মাণে সরকারের প্রত্যেকটা অঙ্গের সমান অংশগ্রহণ প্রয়োজন। এতে সরকারের পূর্ণ নজরদারি দরকার। কিন্তু কিছু অসাধু কর্মকর্তা এবং অসাধু জনপ্রতিনিধির জন্য তা সম্ভব হচ্ছে না। বর্তমান সরকারের এ বিষয়ে এগিয়ে আসা দরকার। সরকার চাইলেই পুরাতন অগণতান্ত্রিক ব্যবস্থা ভেঙে দিয়ে নতুন করে কোনো গণতান্ত্রিক ও অসম্প্রদায়িক বাংলাদেশ তৈরি করা সম্ভব। এ সময়ে তারা সাধারণ জনগণকে এমন রাষ্ট্র নির্মাণে অংশগ্রহণের আহ্বান জানান।
মানববন্ধন শেষে উপজেলা পরিষদের সামনেসহ বাজারের বিভিন্ন দোকানপাট ও পথচারীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
মন্তব্য করুন