কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় প্রাণ-আরএফএল কোম্পানির একটি ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৩ আগস্ট) বিকেলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা যায়, দুপুরের পর পরই আচমকাই দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে প্রাণ কোম্পানির ডিপোতে। এ সময় প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করে স্থানীয়রা। পরে তা দ্রুত ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের একটি ইউনিট দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ডিপোর ইনচার্জ মোহাম্মদ ফোরকান বলেন, সবাই কাজ করছিলেন। দুপুর ১টা ৫০ মিনিটের দিকে বিকট শব্দ হয়। এরপর আগুন ধরে যায়। কোথা থেকে আগুন লাগে তা আমরা নিশ্চিত নই। এরপর কর্মচারীরা মিলে আগুন নেভানোর চেষ্টা করি। তাতে কাজ না হলে ফায়ার সার্ভিসকে খবর দিই। প্রথমে তাদের একটা ইউনিট কাজ শুরু করে। এরপর আরও তিন ইউনিট যোগ দেয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কুমিল্লা স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার বজলুর রশিদ বলেন, ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে এনেছেন। কীভাবে আগুনের সূত্রপাত তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। এখনও ধোঁয়া বের হচ্ছে।
মন্তব্য করুন