অতিবৃষ্টি ও উজানের ঢলে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গোমতী নদীর চরাঞ্চল ও নদীর তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হওয়া ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেল ৬টার দিকে উপজেলার মালাপাড়া ইউনিয়নের মনোহরপুর ও অলুয়া এলাকায় দেড় শতাধিক ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
জানা যায়, ব্রাহ্মণপাড়া ইউএনও স ম আজহারুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা এ ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। এ সময় মালাপাড়া ইউনিয়নের মনোহরপুর ও অলুয়া এলাকার বেড়িবাঁধের উপরে আশ্রয় নেওয়া বন্যার্ত লোকজনের হাতে হাতে এই খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়। এতে মনোহরপুরে ১২০টি ও অলুয়ায় ৩০টি পরিবারের মাঝে এ খাদ্যগুলো বিতরণ করা হয়।
উপজেলা ইউএনও স ম আজহারুল ইসলাম বলেন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় উপজেলা প্রশাসন স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের নিয়ে সার্বক্ষণিক খোঁজখবর নেওয়া হচ্ছে। বন্যা শুরুর দিন থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত আছে।
এ সময় মালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রকৌশলী মো. কামাল উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারাসহ স্থানীয় ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন