ফেনী, কুমিল্লা, নোয়াখালী, খাগড়াছড়িসহ দেশের ১০টি জেলায় বন্যাকবলিত এলাকার জন্য দিনাজপুরের খানসামায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ আগস্ট) জুমার নামাজে খানসামার মডেল মসজিদসহ বিভিন্ন মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
মডেল মসজিদের ইমাম আব্দুস সাত্তার বলেন, পৃথিবীতে যত ধরনের বালা-মুসিবত আসে এগুলো আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। বিচলিত না হয়ে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। বিপদগ্রস্তদের সহোযোগিতায় এগিয়ে গিয়ে তাদের খেদমতে নিজেকে নিয়োজিত করতে হবে। এটা বড় সওয়াবের কাজ। আল্লাহ এসব কাজে সহযোগিতাকারীদের বিশেষ প্রতিদান দিবেন।
এছাড়াও উপজেলার বিভিন্ন মসজিদ থেকে দানের টাকা বন্যার্তদের আটকে থাকা মানুষের জন্য পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।
মন্তব্য করুন