মানিকগঞ্জের সিংগাইরে বাড়ির পাশের পুকুর থেকে এক আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে।
মৃত আবু সাঈদ আল-মামুন টিপু (৫৫) উপজেলার শায়েস্তা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে ওই ইউনিয়নের শাহরাইল মুন্সিপাড়া এলাকার নিজ বাড়ির পাশের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিংগাইর থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ আজিজুল হক।
শায়েস্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম জানান, আবু সাঈদ আল মামুন টিপুর পরিবারের সবাই ঢাকায় থাকেন। তিনি বাড়িতে একাই থাকতেন। বুধবার রাতে এলাকার লোকজন তাকে শাহরাইল বাজারে দেখেছেন। বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশে পুকুরে তার মরদেহ ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
সিংগাইর থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ আজিজুল হক বলেন, লাশটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন