বাড়ির যাবতীয় কাজ সেরে নিজের ঘরে ঘুমানোর জন্য বাতি জ্বালাতে গিয়েছিলেন গৃহবধূ। এসময় তার পায়ে সাপে কামড়িয়ে পালিয়ে যাচ্ছে তিনি বুজতে পেরে চিৎকার দিতে থাকেন। ততক্ষণে সাপ লুকিয়ে যায়।
জানাজানি হলে সবাই ধরাধরি করে রোগীকে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। তখন চিকিৎসক কোন সাপে কামড়িয়েছে? তা নিশ্চিত হতে না পেরে চিকিৎসা দিতে সময় নিচ্ছিলেন।
পরে দৌড়ে গিয়ে ঘরে ঢুকে সেই সাপ খুঁজে বের করে আহত গৃহবধূর দেবর দেখেন সেটি ছিল রাসেল ভাইপার। পরে তা চিকিৎসকদের নিশ্চিত করেন আহতের দেবরসহ স্থানীয়রা।
বুধবার (২১ আগস্ট) রাত সাড়ে ১০টায় চাঞ্চল্যকর এমন ঘটনা ঘটেছে চাঁদপুরের পৌর ২নং ওয়ার্ডের পুরানবাজারের হরিসভা মন্দিরের এলাকায়।
সাপের কামড়ে আহত ওই গৃহবধূর নাম সুবর্ণা চক্রবর্তী (৩৪)। তিনি ২ সন্তানের জননী। তিনি হরিসভা মন্দিরের পেছনের বাসিন্দা সঞ্জয় চক্রবর্তীর স্ত্রী।
আহত রোগীর স্বামী সঞ্জয় চক্রবর্তী বলেন, ঘটনার পর আমিসহ এলাকার লোকজন দ্রুত আমার স্ত্রীকে হাসপাতালে নিয়ে যাই। পরে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে কোন সাপে কেটেছে তা নিশ্চিত না হতে পেরে অ্যান্টিভেনম দিতে কিছুটা সময় নেন। তখন আমি আমার ছোট ভাইকে বিষয়টি জানালে সে দৌড়ে গিয়ে লোকজনসহ সাপ খুঁজে বের করে দেখে ঘরে লুকিয়ে থাকা সাপটি ছিল রাসেল ভাইপার। পরে সে এটাকে পিটিয়ে আধ মরা করে পলিথিনের ব্যাগে নিয়ে হাসপাতালে চিকিৎসকের সামনে ছুটে আসে। পরে এটি রাসেল ভাইপার বুজতে পেরে চিকিৎসক দ্রুত সে সাপের অ্যান্টিভেনম রোগীকে দিয়ে দেন। এখনও আমার স্ত্রী হাসপাতালে ভর্তি রয়েছে।
সুবর্ণা চক্রবর্তীর দেবর রবিন চক্রবর্তী বলেন, হরিসভা মন্দিরের পেছনে আমাদের বাড়ি। বাড়ির পাশে একটি খাল রয়েছে। যা পাশের মেঘনা নদীতে গিয়ে মিলেছে। কয়েক মাস আগে আমরা একটি বড় রাসেল ভাইপার সাপকে পিটিয়ে মেরে ফেলেছিলাম। এরপর এখন ঘরে আমার মমতাময়ী বৌদিকে এই একই জাতের আরেকটি সাপ কামড়িয়েছে। তিনি হাসপাতালে থাকলেও পরিবারসহ এলাকার সবাই সাপ আতঙ্কে রয়েছে। আমরা সাপটিকে উদ্ধার করে চিকিৎসকের কাছে দেখানোর পর পুরোপুরি পিটিয়ে মেরে ফেলেছি। ঘরে আরও রাসেল ভাইপার সাপ লুকিয়ে আছে কিনা এই ভয়ে সবাই বাইরে পাহারা দিচ্ছি।
এ বিষয়ে চাঁদপুর সদর হাসপাতালের তত্ত্বাবধারক ডা. একেএম মাহবুবুর রহমান বলেন, রোগীকে অ্যান্টিভেনম চিকিৎসা দিয়ে পুরোপুরি নিরাপদ মনে না করা পর্যন্ত পর্যবেক্ষণে রাখতে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
মন্তব্য করুন