হবিগঞ্জের বানিয়াচং কোটা আন্দোলনের সময় ছাত্র জনতাসহ ৯ হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক এমপি ময়েজ উদ্দিন রুয়েল ও আব্দুল মজিদ খানসহ ১৬০ জনের নাম উল্লেখ করে ৩০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে বানিয়াচং উপজেলার যাত্রাপাশা গ্রামের ছনু মিয়া বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল হোসেন, আ.লীগ নেতা ধন মিয়া, ইউপি চেয়ারম্যান আব্দুল আহাদ, শামসুল হক, জেলা যুবলীগের সভাপতি আবুল কাশেম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মহিবুরব রহমান মাহি প্রমুখ।
মামলায় উল্লেখ করা হয়েছে, গত ৫ আগস্ট সকালে কোটা আন্দোলনের সময় ছাত্র জনতাকে আ.লীগের নেতা কর্মীরা ৯ জনকে হত্যা করেছে। এ ঘটনার আজ মামলা দায়ের করা হয়েছে।
হবিগঞ্জের পুলিশ সুপার আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ আসামিদের গ্রেপ্তার করতে অভিযান চালাচ্ছে।
মন্তব্য করুন