গাজীপুর মহানগরীর টঙ্গী টিএন্ডটি কলোনিতে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে বিটিসিএলের গোডাউনে সব মালামাল পুড়ে গেছে।
বুধবার (২১ অগাস্ট) রাত ১০টার দিকে আগুনের এ ঘটনা ঘটে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ২ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
স্থানীয়রা জানান, টঙ্গী পূর্ব থানাধীন টিএন্ডটি কলোনি এলাকায় বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড বিটিসিএলের গোডাউনে রাত সাড়ে ১০টায় আগুন লাগে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
অন্য এক সূত্রে জানা যায়, কোটাবিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনার পদত্যাগের পর দুর্বৃত্তরা ওই গোডাউন থেকে বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়। অবশিষ্ট যে মালামাল ছিল সেই মালামাল রক্ষিত গোডাউনে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। আগুনে সব মালামাল পুড়ে গেছে।
টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাজ্জাদুল করিম জোয়ার্দার বলেন, আগুনে বিটিসিএলের গোডাউনে রক্ষিত বিভিন্ন মালামাল পুড়ে গেছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানা যায়নি।
মন্তব্য করুন