হবিগঞ্জের খোয়াই নদীর পানি বিপৎসীমার ১৯০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কায় রয়েছে। এত চরম ভোগান্তিতে পড়বেন হাজার হাজার মানুষ। এরইমধ্যে স্থানীয়রা নদীর পাড়ে অবস্থান নিয়ে বাঁধ পাহাড়া দিচ্ছেন।
স্থানীয়রা জানান, গত ২ দিনের পাহাড়ি ঢল ও অবিরাম বৃষ্টিতে হঠাৎ করে বেড়ে গেছে খোয়াই নদীর পানি। ফলে আতঙ্কিত হয়ে পড়েছেন আশপাশের লোকজন। নদীর চরহামুয়া এলাকায় বাঁধে ফাটল দেখা দিলে স্থানীয় লেকজন বালির বস্তা দিয়ে তা রক্ষা করার চেষ্টা করছেন।
এদিকে শহরের কামড়াপুর, গরুর বাজার, জালালাবাদসহ কয়েকটি স্থানে বাঁধ ভাঙনের আতঙ্ক রয়েছে। স্থানীয় লোকজন সেখানে অবস্থান নিয়ে তা পাহাড়া দিচ্ছেন।
হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশল শামীম হাসনাইন জানান, বুধবার (২১ আগস্ট) বেলা ১২টা পর্যন্ত খোয়াই নদীর পানি বিপৎসীমার ১৯০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি প্রতিনিয়ত বাড়ছে। বাঁধ ভাঙা বা ফাটল দেখা দিলে তা রক্ষায় পর্যাপ্ত পরিমাণ বালির বস্তা মজুত রাখা হয়েছে। তবে বাল্লা সীমান্তে পানি কমলে নদীর পানিও কমবে।
মন্তব্য করুন