বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মনির হোসেন (৫৬) নামে এক কেয়ারটেকার নিহতের ঘটনায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২৩ জনের নাম উল্লেখ করে থানায় আরও একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ নিয়ে শামীম ওসমান ও আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে চারটি হত্যা মামলা করা হলো।
বুধবার (২১ আগস্ট) সকালে সিদ্ধিরগঞ্জ থানায় নিহত মনির হোসেনের ছোট ভাই সাখাওয়াত হোসেন বাদী হয়ে মামলাটি করেন ।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবু বকর সিদ্দিক কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলায় অন্য আসামিরা হলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মো. মজিবর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াসিন, আজমেরী ওসমান, অয়ন ওসমান, শাহ নিজাম, মো. ওমর ফারুক, হাবিবুল্লাহ হবুল, মো. সাদেক আলী, নাসিক কাউন্সিলর শাহজালাল বাদল, মতিউর রহমান, আনোয়ার, স্বেচ্ছাসেবক লীগ নেতা শিব্বির আহমাদ, দেলোয়ার হোসেন সরকার, শাহারিয়ার রহমান বাপ্পীসহ আরও অনেকে।
মামলায় বাদী সাখাওয়াত হোসেন উল্লেখ করেন, ভাই মনির সিদ্ধিরগঞ্জ পাইনাদী নতুন এলাকার নারায়ণগঞ্জ পিএম টাওয়ার বিল্ডিংয়ের একজন কেয়ারটেকার ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ২০ জুলাই ১ থেকে ৩ নম্বর আসামির নির্দেশে ডাচ্-বাংলা ইব্রাহিম খলিল শপিং কমপ্লেক্সের পেছনে হিরাঝিল রোডে সাবেক কমিশনার ওমর ফারুকের চুনা ফ্যাক্টরির সামনের রাস্তায় তার বড় ভাই মনির হোসেনকে গুলি করে।
তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর সরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। পরে গত ২১ জুলাই রাতে পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২২ জুলাই তার মৃত্যু হয়।
মন্তব্য করুন