সাতক্ষীরা জেলার সাবেক পুলিশ সুপার বর্তমানে অতিরিক্ত ডিআইজি চৌধুরী মঞ্জুরুল কবিরের ফাঁসির দাবিতে তার নিজ জন্মস্থান রাজবাড়ীর বালিয়াকান্দিতে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় সাতক্ষীরায় থাকা অবস্থায় বিএনপি ও জামায়াতের প্রায় ৩০০ নেতাকর্মীকে হত্যা করা হয়েছে বলে বিক্ষোভকারীরা অভিযোগ করেন।
মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে বালিয়াকান্দি উপজেলা বিএনপি ও সর্বস্তরের জনগণের ব্যানারে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি মনিমুকুর কিন্ডার গার্ডেনের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে চৌরাস্তার মোড়ে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার মশিউল আজম চুন্নুর সভাপতিত্বে পথসভা অনুষ্ঠিত হয়।
সাবেক দপ্তর সম্পাদক মাসুদুর রহমানের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব এস এম মিজানুর রহমান বিল্লাল, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুল হাই জোয়াদ্দার, শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজবাড়ী জেলা শাখার সহসভাপতি খোন্দকার মনির আজম মুন্নু, বালিয়াকান্দি সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহসিন খান প্রমুখ।
মন্তব্য করুন