ভোলার তজুমদ্দিনের দুর্গম চরে বজ্রপাতে ৯ জন রাখাল আহত হয়েছেন। প্রতিবেশীরা অজ্ঞান অবস্থায় আহতদের উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
মঙ্গলবার (২০ আগস্ট) সকালে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
এর আগে সোমবার (১৯) আগস্ট গভীর রাতে উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ চরজহিরউদ্দিনের সোনাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, মনির (৩০), আবুল বাসার (৪০), সালাউদ্দিন (৩৫), আবু তাহের (৬০), দ্বীন ইসলাম (৪৫), হৃদয় (২০), ফাহিম (১৮), কামালউদ্দিন (৪০)।
বজ্রপাতে আহত সালাউদ্দিন কালবেলাকে বলেন, চরজহিরউদ্দিনের জাকিরের মহিষের বাতানে আমরা ১০/১৫ জন কাজ করি। সোমবার প্রায় তিন শতাধিক মহিষ খোয়াড়ে বেধে রাতে টং ঘরে ঘুমিয়ে পড়ি আমরা। গভীর রাতে আকস্মিক বজ্র ও বৃষ্টিপাত শুরু হয়। এ সময় বজ্রপাত হলে আমরা ৯ জন আহত হই। পরে মহিষ বাতানের মালিক জাকিরসহ অন্য লোকজন ট্রলারে করে সকালে তজুমদ্দিন হাসপাতালে নিয়ে আসেন।
তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শাহ শারমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, বজ্রপাতে আহত হয়ে যারা হাসপাতালে এসেছেন তারা এখন আশঙ্কা মুক্ত রয়েছেন। আহত তিনজন হাসপাতালে রেখে ছয়জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
মন্তব্য করুন