কুড়িগ্রামের রাজিবপুরে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
সোমবার (১৯ আগস্ট) বিকেলে উপজেলার কোদালকাটি ইউনিয়নের পাখীউরা গ্রামের দুলাল মোড় এলাকায় ঘটানাটি ঘটে।
মৃত শিশু দুজন হলো- আব্দুল আলীমের ছেলে হোসাইন (২) ও আরমান আলীর ছেলে কামরুল হাসান (২)। সম্পর্কে তারা চাচাত ভাই।
জানা যায়, সবেমাত্র হাঁটতে শেখা শিশু হোসাইন ও কামরুল বৃষ্টির মাঝে বাড়ির উঠানে খেলছিল। কিছুক্ষণ পর তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খুঁজতে থাকে। একপর্যায়ে আশপাশের লোকজনও খোঁজাখুঁজি শুরু করে। পরে বাড়ি থেকে মাত্র ৩০ গজ দূরে একটা গর্তের মধ্যে দুজনকে উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন তারা।
সেখান থেকে উদ্ধার করে দ্রুত রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার দুজনকেই মৃত ঘোষণা করেন।
রাজিবপুর থানার ওসি মো. সেলিমুর রহমান বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
মন্তব্য করুন