চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরীকে অপসারণ করে তার জায়গায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলামকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার (১৯ আগস্ট) স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
এর আগে তোফায়েল ইসলাম কেন্দ্রীয় ঔষুধাগারের পরিচালক, নৌপরিবহন মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ও জননিরাপত্তা বিভাগে উপসচিব ও যুগ্মসচিব পদে দায়িত্ব পালন করেছেন। বিআরটিএ-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবেও দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তোফায়েলের।
এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের পর থেকে ‘আত্মগোপনে’ রয়েছেন চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী। রেজাউলের অনুপস্থিতিতে চসিকের দায়িত্ব সামলে আসছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম।
এর আগে ২০২১ সালের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচনে মেয়র নির্বাচিত হন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরী। ওই নির্বাচনে জয়ী ৪১টি সাধারণ ও ১৪টি সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলরের সবাই আওয়ামী লীগ-সমর্থক।
মন্তব্য করুন