গত ২৪ ঘণ্টায় অতিভারি বৃষ্টিতে রীতিমতো ভেসে গেছে মাইজদী শহরের ডিসি অফিস, এসপি অফিস, জজ কোর্ট, কারাগার, নোয়াখালী জেনারেল হাসপাতাল, নোয়াখালী বিশ্ববিদ্যালয় সড়কসহ অধিকাংশ সড়ক ডুবে গেছে।
সোমবার (১৯ আগস্ট) শহরের ঘুরে দেখা গেছে মাইজদীর প্রধান সড়কের টাউন হলের মোড়, বড় মসজিদের মোড়ে পানি উঠেছে। জেলার বেগমগঞ্জ, সোনাইমুড়ী, চাটখিলসহ জেলার বিভিন্ন এলাকায় রাস্তা ঘাট পানিতে ডুবে গেছে।
জানা যায়, বৃষ্টি ও তার পাশাপাশি ফেনী ছোট নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সেখান থেকে পানি ধেয়ে আসে। এতে অনেক বাড়ির আঙিনা ডুবে আছে হাঁটু পানিতে, অনেকের ঘরে পানি ঢুকে পড়েছে। সড়কের আশপাশের বাসাবাড়ির আঙিনায় এখনো বৃষ্টির পানি জমে আছে। এ ছাড়া জেলার সবকটি উপজেলার নিম্নাঞ্চল পানিতে ডুবে গেছে। এদিকে জেলা শহর মাইজদীতে ড্রেনেজ ব্যবস্থা পরিষ্কার না থাকায় হালকা বৃষ্টি হলে শহরে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। নোয়াখালী মহিলা কলেজের পাশে ড্রেন বন্ধ হয়ে পড়ে । এতে আশপাশের পানি নিষ্কাশন হচ্ছে না।
নোয়াখালী জেলা আবহাওয়া অধিদপ্তরের উচ্চ পর্যবেক্ষক আরজুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৬৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মৌসুমী বায়ুর প্রভাবে আরও ১ সপ্তাহ নোয়াখালীতে থেমে থেমে ভারি বৃষ্টিপাত হতে পারে।
মন্তব্য করুন