সিরাজগঞ্জ-৪ আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য এম আকবর আলীর বিরুদ্ধে উপজেলা কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলের একটি অংশ।
সোমবার (১৯ আগস্ট) দুপুরের দিকে উপজেলা পরিষদ চত্বর ও দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আজাদ হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুর রাজ্জাক, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মোস্তফা, সদস্য সচিব নিচ্ছেন কুমার আমিন ও ছাত্রদলের রিয়াসাদ করিম নয়নসহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, বিগত ১৬ বছর দলের দুঃসময়ে কোনো ভূমিকা রাখেননি সাবেক সংসদ সদস্য এম আকবর আলী। ছাত্র-জনতার আন্দোলনে যখন দেশ শেখ হাসিনার স্বৈরশাসন মুক্ত হয়েছে তখন এলাকায় এসে আওয়ামী লীগ নেতাদের নিয়ে দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছেন তিনি।
এ সময় শহীদ জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি এবং দলের দলীয় ব্যানার ভাঙচুর করা হয়েছে। বক্তারা এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
মন্তব্য করুন